শাহরুখ, আমির, সলমন, অক্ষয়। চারজনই অনেক সময় আর প্রধান চরিত্র নন

পার্শ্বচরিত্রে সুপারস্টার

গত বছর থেকে শুরু হয়েছে ট্রেন্ডটা। বলিউডের সুপারস্টাররা ছবিতে আসছেন অতিথি শিল্পী হিসেবে! পাঁচ মিনিটের জন্য ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখ খান, অতিথি শিল্পী তো বটেই।

Advertisement

অরিজিৎ চক্রবর্তী

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০১:৫৬
Share:

গত বছর থেকে শুরু হয়েছে ট্রেন্ডটা। বলিউডের সুপারস্টাররা ছবিতে আসছেন অতিথি শিল্পী হিসেবে! পাঁচ মিনিটের জন্য ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখ খান, অতিথি শিল্পী তো বটেই। ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে ডাক্তার জাহাঙ্গির খান ‘ক্যামিও’ না হলেও, নন-স্ট্রাইকিং এন্ডে। আলিয়া ভট্টই সেখানে মুখ্য। কে জানত, বাদশাহ খানের শুরু করা ট্রেন্ড এ বছর জাঁকিয়ে বসবে!

Advertisement

শাহরুখ খান

Advertisement

কিছুদিন আগে মজা করে বলেছিলেন, ‘‘সলমন আর আমার মাঝে মাঝেই কামব্যাক হয়... ইফতার পার্টি, বিগ বস।’’ কিন্তু বড় পরদায়? না, ‘কর্ণ-অর্জুন’কে বড় পরদায় দেখা যায়নি অনেক দিন! সুখবর, ‘টিউবলাইট’ ছবিতে দুই খানকে একসঙ্গে দেখা যাবে। সলমন মুখ্য হলেও, শাহরুখ ‘গেস্ট’। শাহরুখ জানিয়েছিলেন, এ ছবিতে তিনি এক জাদুকরের ভূমিকায়। হোক না অল্প সময়ের জন্য, বাজিগরকে জাদুকরের ভূমিকায় কয়েক মুহূর্তে দেখতে পাওয়াটাই বা কম কীসের!

সলমন খান

কুড়ি বছর আগে সলমন খান অভিনীত ‘জুড়ুয়া’ হইচই ফেলে দেয় বক্স অফিসে। সুপারহিট সেই ছবির সিক্যুয়েল ‘জুড়ুয়া টু’ বানানোর সময় ডেভিড ধবন আর ঝুঁকি নেননি। নতুন ছবিতেও ডেকেছেন ‘ভাই’‌কে। ইন্ডাস্ট্রির ভিতরের খবর, ‘জুড়ুয়া’ ছবির মতো এখানেও ডবল রোলেই থাকছেন তিনি। সম্ভবত, বরুণের ‘লাভ গুরু’র ভূমিকায়। বরুণ যতই বলুন, ‘‘সলমনের সঙ্গে তুলনার মানেই হয় না।’’ দর্শক কিন্তু মাপবে, সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ারের চাপ তিনি কতটা নিতে পারেন।

আরও পড়ুন: ছবির নাম ‘বৈদেহী কা দুলহা’ হতে পারত

আমির খান

তিনি যে ছবিতেই থাকেন, সেটাকেই নিজের করে নেন। আমির খান সম্পর্কে এ অভিযোগ অনেক দিনের। ‘তারে জমিন পর’ হোক কিংবা ‘দঙ্গল’। তাই ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খানের নাম আসতেই, অনেকে মনে করছেন শেষ পর্যন্ত ছবিটা না তাঁকে ঘিরেই হয়ে দাঁড়ায়! আমির নিজে অবশ্য বলছেন, ‘‘এ ছবিতে আমি শুধু তরকা। মেন ডিশ জায়রা।’’ জায়রা ওয়াসিম ছবিতে এক উঠতি গায়িকা। আমির তাঁর মেন্টর। সময় বলবে, ছাত্রীকে পরদায় কতটা জায়গা দেন আমির।

অক্ষয়কুমার

পোস্টারে তিনি নেই। ট্রেলারেও কয়েক মুহূর্ত। ‘নাম শাবানা’ ছবিতে অক্ষয়কুমার আছেন নামমাত্রই। তাঁরই ‘বেবি’ ছবির প্রিক্যুয়েল ‘নাম শাবানা’। মধ্যপ্রদেশে ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতার বক্তব্য, ‘‘এ ছবিতে তাপসী পান্নুই সব। আসলে প্রিক্যুয়েলের তো কোনও প্ল্যানই ছিল না। ‘বেবি’ ছবিতে তাপসীর অভিনয় দেখে নীরজের (পান্ডে) মাথায় আসে
এই ছবি বানানোর।’’

অনেকেই দেখতে চান, নন-স্ট্রাইকিং এন্ড থেকেও কেমন রান তোলেন এই বলি-সুপারস্টাররা।

শাহরুখ আর আমির খান এক ফ্রেম আসা মানেই খবর! সম্প্রতি নেটফ্লিক্সের কর্তাব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করেছেন শাহরুখ। নেটফ্লিক্সের সঙ্গে তাঁর সংস্থা রেড চিলিজের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। আমিরের ওই বৈঠকে যোগ দেওয়াটা তাৎপর্যপূর্ণ। তা হলে কি দুই খানকে কোনও প্রজেক্টে একসঙ্গে দেখা যাবে? শাহরুখ অবশ্য বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা রেখেছেন। তাঁর টুইট, ‘নেটফ্লিক্স অ্যান্ড চিল়়ড... সময় বের করার জন্য আমিরকে ধন্যবাদ’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন