Zubeen Garg Death

জ়ুবিনের মৃত্যুশোক কিছুতেই ভুলতে পারছে না অসম, এ বার স্থগিত রাখা হচ্ছে কোন বিশেষ অনুষ্ঠান?

‘ভূমিপুত্র’র মৃত্যুর ২৮ দিন। কিন্তু শোক কমছে কই? এবছর অসমের একটি বিশেষ অনুষ্ঠান স্থগিত থাকছে গায়কের স্মৃতিকে সম্মান জানিয়েই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১১:৫০
Share:

অসমবাসী জ়ুবিন গার্গের মৃত্যুশোকে মগ্ন। ছবি: সংগৃহীত।

তিনি অসমের প্রত্যেক মানুষের হৃদয়ের কতটা জুড়ে ছিলেন, তাঁর মৃত্যুই সেই প্রমাণ দিচ্ছে। জ়ুবিন গার্গের মৃত্যুর ২৮ দিন পার। কিন্তু, অসম তাঁকে ভুলতে পারছে কই? খবর, তাঁর স্মরণে দশম ‘ব্রহ্মপুত্র ভ্যালি চলচ্চিত্র উৎসব’ এ বছর স্থগিত রাখা হচ্ছে।

Advertisement

চলতি বছরের ৪ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠানের আয়োজকেরা জানিয়েছেন, জ়ুবিন গার্গকে ছাড়া তাঁরা এই অনুষ্ঠানের কথা ভাবতে পারছেন না। তাঁর স্মৃতিতে, তাঁকে সম্মান জানিয়ে তাই এ বছরের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কি না সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে।

এক বিবৃতিতে তাঁরা লিখেছেন, “এই চলচ্চিত্র উৎসব অসমের সংস্কৃতির শিক়ড়। গত ১০ বছর ধরে অসমবাসীর আবেগ এই উদ্‌যাপনের সঙ্গে জড়িত। উদ্‌যাপনের আগে ‘ভূমিপুত্র’র অভাব তাই বেশি করে বোধ করছেন সকলে। অসমবাসীর সেই অনুভূতি এবং গায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সকলের পাওনা অর্থ ফেরত দেওয়া হবে, এ কথাও জানানো হয়েছে বিবৃতিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement