দ্বীপ কিনবেন ‘ব্র্যাঞ্জেলিনা’

তাঁদের পরিবার নেহাত ছোট নয়। বিশ্বের নানা প্রান্ত থেকে একটি করে শিশু দত্তক নিয়ে খুব সুন্দর এক ‘আন্তর্জাতিক’ পরিবার তৈরি করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। মোট ছ’টি সন্তান নিয়ে একটু হাত-পা ছড়িয়ে থাকার জন্য বড় জায়গা না হলে চলে! তাই ‘ব্র্যাঞ্জেলিনা’ এ বার আস্ত একটা দ্বীপ কেনার কথা ভেবেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:০০
Share:

তাঁদের পরিবার নেহাত ছোট নয়। বিশ্বের নানা প্রান্ত থেকে একটি করে শিশু দত্তক নিয়ে খুব সুন্দর এক ‘আন্তর্জাতিক’ পরিবার তৈরি করেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। মোট ছ’টি সন্তান নিয়ে একটু হাত-পা ছড়িয়ে থাকার জন্য বড় জায়গা না হলে চলে! তাই ‘ব্র্যাঞ্জেলিনা’ এ বার আস্ত একটা দ্বীপ কেনার কথা ভেবেছেন।

Advertisement

নীল জলে ঘেরা গ্রিসের একটি দ্বীপ গাইয়া, অ্যাঞ্জেলিনার খুবই পছন্দের। ৪৩ একর জমির এই প্রাইভেট প্রপার্টিতে বাচ্চারাও নিশ্চিন্তে খেলতে পারবে বলে মনে করেন তিনি। পাপারাৎজিদের জ্বালাতন ছাড়াই নিজেদের মতো করে পারিবারিক ‘ড্রিম ভেকেশন’ কাটাতে পারবেন সকলে। গাইয়া দ্বীপের বাজারদর ৪৭ লক্ষ মার্কিন ডলার। হলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই গাইয়া দ্বীপের মালিকানা যাবে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ দম্পতির হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement