বাংলাদেশের ছবিতে অভিনয় করা হল না ব্রাত্যর?

প্রথমে ঠিক হয়েছিল তিনি অভিনয় করবেন। বেশ কিছুদূর কথাবার্তা এগোনোর পর হঠাত্ই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘ডুব’ থেকে বাদ পড়লেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ১৭:৩৭
Share:

প্রথমে ঠিক হয়েছিল তিনি অভিনয় করবেন। বেশ কিছুদূর কথাবার্তা এগোনোর পর হঠাত্ই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘ডুব’ থেকে বাদ পড়লেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। শোনা যাচ্ছে, জাজ মাল্টিমিডিয়া এবং এস কে মুভিজের যৌথ প্রযোজনার ওই ছবিতে থেকে কোনও এক অজ্ঞাত কারণে নাকি নিজেকে সরিয়ে নিয়েছেন মন্ত্রী।

Advertisement

অন্যদিকে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি ‘ডুব’-এ অভিনয় করছেন ইরফান খান। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে শুধু অভিনয় নয়, ছবিটি সহ প্রযোজনাও করছেন ইরফান। আগামী ২০ মার্চ এই শুটিংয়েই ঢাকা যাচ্ছেন অভিনেতা। এ ছাড়াও ভারতের পার্নো মিত্র এবং বাংলাদেশের নাদের চৌধুরী, রোকেয়া প্রাচী এই ছবিতে অভিনয় করবেন।

আরও পড়ুন, কথা দিয়েও তা রাখলেন না ববি!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement