Entertainment News

বিগ বচ্চনের কোলে এই দুই খুদে কে বলুন তো?

বলিউড তারকাদের স্মৃতির অলিগলিতে হাঁটতে কার না ভাল লাগে। এই ছবিও তেমন এক স্মৃতির। অমিতাভ বচ্চনের কোলে দুই বাচ্চা। অমিতাভ বচ্চনও তখন ইয়ং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৭ ১৫:২৬
Share:

ছবি: সংগৃহীত।

বলিউড তারকাদের স্মৃতির অলিগলিতে হাঁটতে কার না ভাল লাগে। এই ছবিও তেমন এক স্মৃতির। অমিতাভ বচ্চনের কোলে দুই বাচ্চা। অমিতাভ বচ্চনও তখন ইয়ং।

Advertisement

পুরনো এই ছবির দুটো বাচ্চারই বাবা ছিলেন সুপারস্টার। এক সঙ্গে তাঁরা কাজও করেছেন গুটিকয়েক ছবিতে। এইটুকু ‘ক্লু’তে বোধহয় বাকিটুকু আন্দাজ করে নেওয়া একটি শক্ত হবে। তা হলে আর একটু বলে দেওয়া যাক।

দুই সুপারস্টার একসঙ্গে ‘আনন্দ’, ‘নমকহালাল’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এ বার হয়তো আর গেস করতে অসুবিধা হবে না। এক্কেবারে ঠিক ধরেছেন। এক জনের বাবা অমিতাভ বচ্চন, আর এক জনের বাবা রাজেশ খন্না। অর্থাৎ ছবির দুই খুদে শ্বেতা বচ্চন নন্দা এবং টুইঙ্কল খন্না। রিয়েল লাইফেও এই দু’জনের বন্ধুত্ব ছিল জম্পেশ। দু’জনেরই বাচ্চারা একসঙ্গে ঘুরতে যেত।

Advertisement

ছবি: সংগৃহীত।

অমিতাভ বচ্চনকে ‘সরকার থ্রি’তে দেখা যাবে। আবার টুইঙ্কল খন্নার প্রথম প্রোডাকশনেও তাঁর একটি ক্যামেও আছে। ছবির নাম ‘প্যাডম্যান’। অক্ষয় কুমার অভিনয় করছেন ছবিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement