Bollywood News

নতুন হেয়ারস্টাইলে ইনি কে বলুন তো?

বয়স যত বাড়ছে তত যেন বয়স কমছে। প্রথম বাক্যটা পড়ে ধাঁধাঁ মনে হচ্ছে? কিন্তু এই অভিনেতার বয়স এখন ৫৯। পরের সপ্তাহেই ৬০-এ পৌঁছবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৮
Share:

বয়স যত বাড়ছে তত যেন বয়স কমছে। প্রথম বাক্যটা পড়ে ধাঁধাঁ মনে হচ্ছে? কিন্তু এই অভিনেতার বয়স এখন ৫৯। পরের সপ্তাহেই ৬০-এ পৌঁছবেন। অর্থাত্ সিনিয়র সিটিজেন ক্লাবে ঢুকে যাবেন। কিন্তু তাঁর স্টাইল স্টেটমেন্ট বলিউডের যে কোনও তরুণ তুর্কিকে হার মানায়।

Advertisement

অল্প বয়সে শুরু কেরিয়ার। কিন্তু তখন তেমন সাফল্য আসেনি। বয়স যত বেড়েছে বিভিন্ন রকম চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছেন। সাফল্যও এসেছে অনেক বেশি। তিনি অনিল কপূর। সম্প্রতি নতুন হেয়ারস্টাইলে ‘ঝক্কাস’ লুকে বদলে ফেলেছেন নিজেকে। তাঁর নতুন এই চুলের স্টাইল এতটাই ইন্টারেস্টিং যে তা নিয়ে সোশ্যাল ওয়ার্ল্ডে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
টুইটারে সেই ছবি পোস্ট করে অনিল লিখেছেন, ‘জীবনটা খুব ছোট। বোরিং হেয়ারকাট রাখার কোনও মানে নেই। নতুন একটা লুক ট্রাই করছি…।’

দেখুন সেই ছবি' ! ! !! আরও পড়ুন আলিয়ার চুমু অবাক করেছিল অর্জুনকে!

Advertisement

আরও পড়ুন আলিয়ার চুমু অবাক করেছিল অর্জুনকে!

দেখুন সেই ছবি' ! ! !!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন