চিনতে পারছেন এই বলিউড নায়িকাকে? গেস করুন তো?

হলফ করে বলে দেওয়া যায়, না বললে আপনি কিছুতেই চিনতে পারবেন না। অথচ বলিউডের প্রতিভাবান এই অভিনেত্রীকে কে না চেনেন? বলে দিলে নিশ্চয়ই হাত কামড়াবেন। মেকআপের গুণে মানুষের লুক বদলে যায় ঠিকই, তবে এতটা!!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ১৪:১৪
Share:

ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে কল্কি লিখলেন ‘ইন দ্য লাইফ অব ক্লাউন’।

হলফ করে বলে দেওয়া যায়, না বললে আপনি কিছুতেই চিনতে পারবেন না। অথচ বলিউডের প্রতিভাবান এই অভিনেত্রীকে কে না চেনেন? বলে দিলে নিশ্চয়ই হাত কামড়াবেন। মেকআপের গুণে মানুষের লুক বদলে যায় ঠিকই, তবে এতটা!!

Advertisement

ইনি কল্কি কোয়েচলিন। এক বার চোখ রগড়ে ভাল করে দেখুন। ইনিই ‘ওয়েটিং’-এর ‘তারা’। ‘মার্গারিটা উইথ এ স্ট্র’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া সেই মেয়েটা।

সম্প্রতি ‘ম্যাকবেথ’ নাটকের অভিনয়ে এমনটা সেজেছিলেন কল্কি। নিজেই সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে অনু মেনন পরিচালিত ছবি ‘ওয়েটিং’। ছবিতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। ছবিটি সমালোচকদের থেকে প্রশংসাও কুড়িয়েছেন। তবে কল্কি সবসময়ই বলে এসেছেন পর্দার পাশাপাশি তাঁর কাছে মঞ্চও সমান ভাল লাগার। আগে তিনি অভিনয় শেখার জন্য থিয়েটার করতেন। কিন্তু, এখন এটা তাঁর জীবনের অঙ্গ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কল্কি বাতেঁ

মঞ্চে নামার আগে মেকআপ রুমে। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement