Entertainment News

এই ছোট্ট মেয়েটি এখন নায়িকা! কে ইনি?

স্কুল ড্রেস পরে ড্রইংরুমে দাঁড়িয়ে মেয়েটি। পাশে টেবিলের ওপর রয়েছে জলের বোতল। চোখ সোজা ক্যামেরায়। ইনিই এখন বলিউডের নামজাদা নায়িকা। নিজের ছোটবেলার ছবিটি সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনি কে বলুন তো?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৫২
Share:

এই ছবিটি শেয়ার করেছেন নায়িকা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

স্কুল ড্রেস পরে ড্রইংরুমে দাঁড়িয়ে মেয়েটি। পাশে টেবিলের ওপর রয়েছে জলের বোতল। চোখ সোজা ক্যামেরায়। ইনিই এখন বলিউডের নামজাদা নায়িকা। নিজের ছোটবেলার ছবিটি সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনি কে বলুন তো?

Advertisement

আরও পড়ুন, মা হওয়ার পর বড়পর্দায় ফিরছেন রানি

আপনার প্রথম ক্লু বি-টাউনে এই নায়িকা তুমুল ফ্যাশন সচেতন। আবার পারিবারিক সূত্রে অভিনয়টাও তাঁর রক্তে। তাই ‘প্রেম রতন ধন পায়ো’র মতো কর্মাশিয়াল ছবি হোক বা ‘নীরজা’র মতো ভিন্ন ধারার ছবি, সবেতেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। ঠিকই ধরেছেন। ইনি সোনম কপূর।

Advertisement

সোনম এখন যেমন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সম্প্রতি এ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই স্মৃতিচারণ আমার বেশ ভাল লাগে। বড় হওয়ার পথে যে বাধা তা ভুলিয়ে দেয় এ সব স্মৃতি।’ ছোট্ট সোনমের এই ছবি দেখে বি-টাউনের অনেকেই বলছেন, সত্যিই হয়তো এ ভাবে সকলেই বিভিন্ন বাধা ভুলতে চান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement