Entertainment News

এই শিশুটি এখন বলি সেলেব, চিনতে পারছেন?

তখন ক্লাস থ্রি অথবা ফোর। হাসিতে লেগে রয়েছে একরাশ দুষ্টুমি। চোখ সোজা ক্যামেরায়। তখন থেকেই নাকি ফোকাস সম্পর্কে খুব সচেতন ছিল এই খুদে। ছোট থেকে ফিল্মি পরিবেশে বড় হয়ে কেরিয়ার হিসেবেই এই ইন্ডাস্ট্রিকেই বেছে নিয়েছে সে। চিনতে পারছেন ইনি কে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৮:২৫
Share:

এই ছবিটিই শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

তখন ক্লাস থ্রি অথবা ফোর। হাসিতে লেগে রয়েছে একরাশ দুষ্টুমি। চোখ সোজা ক্যামেরায়। তখন থেকেই নাকি ফোকাস সম্পর্কে খুব সচেতন ছিল এই খুদে। ছোট থেকে ফিল্মি পরিবেশে বড় হয়ে কেরিয়ার হিসেবেই এই ইন্ডাস্ট্রিকেই বেছে নিয়েছে সে। চিনতে পারছেন ইনি কে?

Advertisement

আরও পড়ুন, মধ্য রাতে গাড়িতে মদ্যপ নিরাপত্তারক্ষী, সকালে তাড়ালেন আলিয়া

পরিচালনা এঁর পেশা। বলিউডের বিখ্যাত এই পরিচালক একের পর এক বক্স অফিস হিট দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। সম্প্রতি এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে এই সেলেব লিখেছেন, ‘এটা বহুদিন আগের একটা অসাধারণ ছবি’।

Advertisement

সম্প্রতি নেপোটিজম ইস্যুতে শিরোনামে এসেছিলেন ইনি। সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবাও হয়েছেন। এ বার নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন এই খুদে আসলে কে।

ইনি কর্ণ জোহর। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবিটি।

কর্ণ এখন যেমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement