Girish Park Incident

প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে অন্যত্র বিয়ে, গিরিশ পার্কে আক্রান্ত মহিলা! বাড়িতেও হামলা ক্ষিপ্ত ‘প্রেমিকের’

আক্রান্ত মহিলা পুলিশকে তিনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি পাড়ারই বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই তাঁকে প্রেমের প্রস্তাব দিতেন। গত ২৯ নভেম্বর অন্যত্র ওই মহিলার বিয়ে হয়। তার পরেই গন্ডগোলের শুরু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২০:৫১
Share:

—প্রতীকী চিত্র।

‘অপরাধ’ প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে অন্য এক জনকে বিয়ে করা। আর সে কারণেই উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকার বাসিন্দা এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল ‘প্রেমিকের’ বিরুদ্ধে। আক্রান্ত হয়েছেন ওই মহিলার বোনও। এমনকি, তাঁদের বাড়িতেও ওই ব্যক্তি চড়াও হন বলে অভিযোগ।

Advertisement

ঘটনার জেরে গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই আক্রান্ত মহিলা। তার ভিত্তিতে প্রাথমিক তদন্তের পরে এফআইআর রুজু করা হয়েছে। আক্রান্ত মহিলা পুলিশকে তিনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি পাড়ারই বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই তাঁকে প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু তাতে রাজি হননি তিনি। এই পরিস্থিতিতে গত ২৯ নভেম্বর অন্যত্র তাঁর বিয়ে হয়। বিয়ের রাতেই অভিযুক্ত ব্যক্তি তাঁর বাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করেন বলে অভিযোগপত্রে লিখেছেন তিনি।

এর পরের দিন, অর্থাৎ ৩০ নভেম্বর সকালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ৫ ডিসেম্বর ওই মহিলার বোন অফিসে যাচ্ছিলেন। সে সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাস্তাতেই কুৎসিত ভাষায় আক্রমণ করেন। প্রতিবাদ করলে তাঁকে মারধরও করা হয়। সে দিনই গিরিশ পার্ক থানায় ঘটনার কথা জানিয়ে জেনারেল ডায়েরি (জিডি) করা হয়েছিল। কিন্তু এর পরেও ৭ ডিসেম্বর ১৪ নম্বর ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিটের সামনে ওই মহিলার উপর হামলা করেন ‘প্রেমিক’। মারধরের জেরে আহত ওই মহিলাকে কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে প্রাথমিক চিকিৎসা করাতে হয় বলে পুলিশকে অভিযোগ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement