Entertainment News

দেখুন তো এই শিব-পার্বতীকে চেনেন কিনা?

এটাই হওয়া বোধহয় বাকি ছিল! ভাল করে দেখুন তো ছবিটা। চিনতে পারছেন? শিব-পার্বতীর ছবি সন্দেহ নেই। কিন্তু এই ছবির শিবকে যেন কোথায় দেখেছেন আপনি। মনে করতেন পারছেন? পাশে বসা পার্বতীর মুখের সঙ্গেও যেন কার মুখের আদলের ভীষণ মিল। ধরতে পারছেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:২৩
Share:

গেস করুন তো, এরা আসলে কারা? ছবি: টুইটারের সৌজন্যে।

এটাই হওয়া বোধহয় বাকি ছিল! ভাল করে দেখুন তো ছবিটা। চিনতে পারছেন? শিব-পার্বতীর ছবি সন্দেহ নেই। কিন্তু এই ছবির শিবকে যেন কোথায় দেখেছেন আপনি। মনে করতেন পারছেন? পাশে বসা পার্বতীর মুখের সঙ্গেও যেন কার মুখের আদলের ভীষণ মিল। ধরতে পারছেন?

Advertisement

আরও পড়ুন, জন্মদিনে রাজকে কী গিফট দিলেন শুভশ্রী?

না! আর আপনাদের অন্ধকারে রাখা হবে না। হয়তো নিজেরাই গেস করেছেন। তবুও বলে দেওয়া ভাল এ হর-পার্বতী হলেন দেব ও তাঁর বান্ধবী রুক্মিণী। গতকাল ছিল শিবরাত্রি। সেই উপলক্ষেই এই ছবি ফটোশপে তৈরি করে দেবকে টুইট করেছেন এক অনুরাগী। শিবরাত্রির শুভ কামনা জানিয়ে তার কাতর অনুরোধ, দেব যেন কিছু মনে না করেন।

Advertisement

দেব ও রুক্মিণী।

দেব সত্যিই কিছু মনে করেননি। কারণ সেই ছবিতে নিজেই কমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নায়ক লিখেছেন, ‘…এ বার এটাও দেখতে হবে।’
আপাতত মহেশ্বররূপী দেবের সেই ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল। পাশে বসা পার্বতীরূপী রুক্মিণীও সমান নজর কেড়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement