Entertainment News

ব্যাঙ্ককে বাংলা সিনে কার্নিভাল, আপনি দেখবেন তো?

সদ্য ব্যাঙ্ককে বাংলা সিনেমা কার্নিভালের আয়োজন হয়েছিল। সেই বিশেষ অনুষ্ঠান দেখা যাবে আগামীকাল স্টার জলসার পর্দায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০২
Share:

বাংলা সিনে কার্নিভালের মঞ্চে ঋতুপর্ণা।

আপনি সিনেমা দেখতে ভালবাসেন? তা হলে আগামীকাল সন্ধেটা ফ্রি থাকছেন তো?

Advertisement

নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কেন? আসলে সদ্য ব্যাঙ্ককে বাংলা সিনেমা কার্নিভালের আয়োজন হয়েছিল। সেই বিশেষ অনুষ্ঠান দেখা যাবে আগামীকাল স্টার জলসার পর্দায়।

এসভিএফ আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের প্রথম সারির প্রায় সব তারকা। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, মিমি, অঙ্কুশ— প্রমুখের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখবেন দর্শক। ‘তাম্মা তাম্মা’, ‘তু চিজ বড়ি হ্যায়’-এর মতো জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করেছেন সায়ন্তিকা। আবার ‘বাজিরাও মস্তানি’র গানের সঙ্গে নেচেছেন নুসরত। গানের উপহার নিয়ে থাকবেন জিত্ গঙ্গোপাধ্যায়, ইমনের মতো শিল্পীরাও।

Advertisement

আরও পড়ুন, ‘আমার বিয়ের ছবি!’ শুনেই চমকে উঠলেন মিমি!

এসভিএফ-এর তরফে দাবি করা হয়েছে, এটাই প্রথম আন্তর্জাতিক বাংলা সিনে কার্নিভাল। এই সংস্থার ডিরেক্টর মহেন্দ্র সোনি বলেন, ‘‘এই অনুষ্ঠান বাংলা সিনেমাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার আরও একটা প্রচেষ্টা। আমি নিশ্চিত এই শো দর্শকদের ভাল লাগবে।’’ এই অনুষ্ঠানে সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, তনুজা, অপর্ণা সেন, সন্ধ্যা রায়ের মতো শিল্পীদের সম্মান জানানো হয়।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement