ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্কুলের পোশাক পরে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে এক বালিকা। রাস্তার উপর স্কুলের ব্যাগ রেখে টিফিনের বাক্স বার করছে সে। রাস্তায় পথকুকুরদের ঘোরাফেরা করতে দেখে তাদের সঙ্গে নিজের টিফিন ভাগ করে নিল বালিকা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্যনর্দানভাইব’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক স্কুলপড়ুয়া ব্যাগ থেকে টিফিনের বাক্স বার করে একটি পথকুকুরকে খাওয়াচ্ছে। তা দেখে বালিকার দিকে অন্য একটি পথকুকুরও ছুটে গেল। দু’টি কুকুরের সঙ্গেই নিজের টিফিন ভাগ করে নিল সেই স্কুলপড়ুয়া।
পাহাড়ি রাস্তা দিয়ে সেই সময় প্রচুর গাড়ি যাতায়াত করছিল। তবুও রাস্তার এক ধারে দাঁড়িয়ে পথকুকুরদের টিফিন খাওয়ানোয় ব্যস্ত ছিল সে। কুকুর দু’টিও মনের আনন্দে লেজ দুলিয়ে দুলিয়ে খাওয়াদাওয়া সেরে ফেলল। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি হিমাচল প্রদেশে ঘটেছে। ভিডিয়ো দেখে বালিকার প্রশংসায় ভরে উঠেছে নেটপাড়া। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বালিকার এই পদক্ষেপ দেখে মন ভরে গেল আমার। এত কম বয়সে যে তার মনে পশুদের প্রতি ভালবাসা জেগে উঠেছে, তা প্রশংসাযোগ্য।’’