Entertainment News

সেন্সর বোর্ডের কোপে সমকাম সম্পর্কের ছবি ‘কা বডিস্কেপস’

ফের সেন্সর বোর্ডের চোখরাঙানি। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র পর এ বার টার্গেটে মালয়ালম ছবি ‘কা বডিস্কেপস’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ১৮:০৩
Share:

‘কা বডিস্কেপস’ ছবির একটি দৃশ্য।

ফের সেন্সর বোর্ডের চোখরাঙানি। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র পর এ বার টার্গেটে মালয়ালম ছবি ‘কা বডিস্কেপস’।

Advertisement

সূত্রের খবর, এই ছবির বিষয় সমকাম। আর সে কারণেই নাকি ছবির মুক্তি আটকে দেওয়া হল। সেন্সর বোর্ড ছবিটি আটকে দেওয়ার কারণ হিসেবে লিখিত বিবৃতিতে জানিয়েছে, ‘এই ছবিতে হোমোসেক্সুয়াল রিলেশনশিপকে মহিমান্বিত করা হয়েছে।’ গত বৃহস্পতিবার ফেসবুকে পরিচালক জায়ান চেরিয়ান লিখেছেন, ‘‘সেন্সর বোর্ডের চেয়ারপার্সন মিস্টার পহলাজ নিহালনি আমার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন।’

আরও পড়ুন, প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার জিতলেন মাহেরশালা

Advertisement

সেন্সর বোর্ডের চিঠিতে আরও জানানো হয়েছে, এই ছবি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। সমকাম সম্পর্ককে খুব খারাপ ভাবে দেখানো হয়েছে। পরোক্ষ ভাবে এক হিন্দু সংগঠনের কাজকর্ম দেখানো হয়েছে, তাদের অনুমতি না নিয়েই। সব মিলিয়ে কোনও ভাবেই এই ছবিকে সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়।

এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই ফের সেন্সর কর্তাদের চোখ রাঙানি নিয়ে সরব সিনে দুনিয়া। প্রশ্ন উঠেছে, কোনটা দেখা উচিত, আর কোনটা নয়— সেটা তো দর্শকরাই বিচার করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement