কে আপন কে পর!

ছবির একখানা জব্বর নাম রেখেছিলেন বটে পরিচালক রাজা চন্দ। ‘আমার আপনজন’-এর প্রিমিয়ারে কে কার আপনজন, তা নিয়েই বিস্তর ড্রামা হল। প্রিমিয়ারের গল্প থেকেই পরিচালক পরের ছবির মশলা পেয়ে যেতে পারেন।

Advertisement
শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০০:৩৫
Share:

প্রিয়ঙ্কা-সোহম-শুভশ্রী

ছবির একখানা জব্বর নাম রেখেছিলেন বটে পরিচালক রাজা চন্দ। ‘আমার আপনজন’-এর প্রিমিয়ারে কে কার আপনজন, তা নিয়েই বিস্তর ড্রামা হল। প্রিমিয়ারের গল্প থেকেই পরিচালক পরের ছবির মশলা পেয়ে যেতে পারেন।

Advertisement

অ্যাক্রোপলিসে ছবির প্রিমিয়ারে ছিলেন শুভশ্রী। এসেছিলেন রাজও। আর সেখানেই ড্রামা। ফোটোগ্রাফাররা দু’জনকে একফ্রেমে পেতে চান। সম্প্রতি রাজ-শুভশ্রীর প্রেম-বিচ্ছেদ নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তাঁদের মাঝে ফের মিমি চক্রবর্তী এসেছেন বলে শোনা

রাজের সঙ্গে শুভশ্রী

Advertisement

যাচ্ছে। যদিও রাজ-শুভশ্রী দাবি করেছেন সম্পর্ক অটুট বলে। কিন্তু ‘আমার আপনজন’-এর প্রিমিয়ারে রাজ তাঁর প্রেমিকার সঙ্গে ছবি দিতে কিছুতেই রাজি হলেন না! আনন্দ প্লাসের চিত্রগ্রাহকের অনুরোধে শুভশ্রী রাজি থাকলেও রাজ বেঁকে বসেন।

প্রসেনজিতের সঙ্গে রাজ এবং রাজা চন্দ

যদিও সিনেমা হলের ভিতরে তাঁরা দু’জনে পাশাপাশি বসেন। কিন্তু এ বারেও ছবি তুলতে দিতে আপত্তি করেন রাজ। তবে চিত্রগ্রাহক শেষমেশ দু’জনকে একসঙ্গে ফ্রেমে ধরেই ফেলেন। প্রশ্ন হল, সম্পর্ক ভাল থাকলে রাজ ছবি তুলতে দিতে রাজি হচ্ছিলেন না

আবির

কেন? কিছু দিন আগেও তো তাঁরা পোজ দিতেন!

পাওলি

ত্রিকোণ রহস্যের আর একটি দিক হল এই প্রিমিয়ারে আসার কথা ছিল মিমিরও। ছবিতে তিনি একটি ক্যামিও করেছেন। শোনা যাচ্ছে, রাজ-শুভশ্রীকে এড়িয়ে যেতেই মিমি আসেননি। অথচ দিন কয়েক আগে শহরের একটি রেস্তোরাঁর উদ্বোধনে মিমি আর রাজ হাসিমুখে ছবি দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement