Entertainment News

ইস! শাহরুখ কেরিয়ারে এগুলো মিস করেছেন!

বৃহস্পতিবার ৫২ বছর বয়স হল শাহরুখ খানের। তিনি এখনও বলিউডের ‘কিঙ্গ অফ রোম্যান্স’। দীর্ঘ কেরিয়ারে তাঁকে এ ভাবেই চিনেছেন দর্শক। একের পর এক বক্স অফিস হিট দিয়েছেন। কিন্তু ছেড়েও দিয়েছেন অনেক ছবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ১৬:৪৭
Share:

বয়স ৫২। তথ্য অন্তত সে কথাই বলছে।

Advertisement

বৃহস্পতিবার ৫২ বছর বয়স হল শাহরুখ খানের। তিনি এখনও বলিউডের ‘কিঙ্গ অফ রোম্যান্স’। দীর্ঘ কেরিয়ারে তাঁকে এ ভাবেই চিনেছেন দর্শক। একের পর এক বক্স অফিস হিট দিয়েছেন। কিন্তু ছেড়েও দিয়েছেন অনেক ছবি। যা পরবর্তী ক্ষেত্রে তুমুল বাণিজ্যিক সাফল্য পেয়েছে। সিনে সমালোচকদের একটা বড় অংশ মনে করেন, সেই সব সিদ্ধান্ত শাহরুখের কেরিয়ারের বড় মিস।

আরও পড়ুন, বার্থডে স্পেশাল: শাহরুখকে নিয়ে এ সব গুজবও রটেছিল!

Advertisement

সত্যিই কি তাই? শাহরুখ নিজে যদিও এ সব নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না। তবে ‘লগান’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘রং দে বাসন্তী’, বা ‘জোধা আকবর’-এর মতো ছবি যখন সিভি থেকে বাদ চলে যায়, তখন আফসোস হয় বৈকি!

আরও পড়ুন, বার্থডে স্পেশাল: শাহরুখের নাম ‘রাহুল’! কেন জানেন?

না, বলি বাদশার আক্ষেপ হয় কিনা জানা যায়নি। তবে তাঁর অনুরাগীদের খারাপ লাগে এ কথা স্বীকার করে নিয়েছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement