Entertainment News

জন্মদিনে ভক্তদের বিশেষ বার্তা দিলেন বিদ্যা, দেখুন ভিডিও

এই পার্টি ছিল এক ঢিলে দুই পাখির মতো। অর্থাত্, জন্মদিন তো বটেই, সঙ্গে বর্ষবরণও ছিল লক্ষ্য। তাই ছোট্ট অথচ থিম পার্টিতে বেশ জমজমাট আসর বসেছিল বিদ্যাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ১৬:৫৮
Share:

বার্থডে গার্ল বিদ্যা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

আগেই জানিয়েছিলেন, জন্মদিনটা একেবারে একান্তে কাটাতে চান। কোনও হইহই, জমকালো পার্টি থেকে শত হস্ত দূরে বিদ্যা বালন। কিন্তু জন্মদিন হিসেবে সেলিব্রেট না করলেও, দিনটাকে তো উদ্‌যাপন করতেই হয়!

Advertisement

আসলে, ১ জানুয়ারি বিদ্যা বালনের জন্মদিন। এ দিন ৩৯ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী। রবিবার রাতেই তাঁর জুহুর বাড়িতে ছোট্ট পার্টির আয়োজন করেছিলেন স্বামী সিদ্ধার্থ রায় কপূর। পরিচালকের পরিবারের সদস্যদের সঙ্গে বিদ্যার বাবা-মাও গিয়েছিলেন সেই পার্টিতে।

এই পার্টি ছিল এক ঢিলে দুই পাখির মতো। অর্থাত্, জন্মদিন তো বটেই, সঙ্গে বর্ষবরণও ছিল লক্ষ্য। তাই ছোট্ট অথচ থিম পার্টিতে বেশ জমজমাট আসর বসেছিল বিদ্যাদের।

Advertisement

পার্টিতে ঢুকছেন বিদ্যা ও তাঁর স্বামী সিদ্ধার্থ রায় কপূর। ছবি: টুইটারের সৌজন্যে।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, বছরের শুরুতেই ভাইরাল তৈমুর, কেন জানেন?

আরও পড়ুন, নিউ ইয়ারের উইশ করতে গিয়ে চুমু, তার পর...

জন্মদিনের পার্টির জন্য সাজগোজ করতে করতেই ফ্যানেদের জন্য বিশেষ ভিডিও বার্তা পোস্ট করেছেন বিদ্যা। ২০১৮ সালে কী নিয়ে আশাবাদী অভিনেত্রী? সে কথা বলতে গিয়েই বিদ্যা বলেছেন, ‘বাঁচো, আর বাঁচতে দাও’। একই সঙ্গে বিদ্যার অনুরোধ, মানুষের গুণাগুণ বিচার না করে ভালবাসতে।

সোশ্যাল মিডিয়ায় বিদ্যার এই ভিডিও কিন্তু পোস্ট হতেই ভাইরাল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement