Entertainment News

জন্মদিনে অনিন্দিতার কী প্ল্যান জানেন?

শুটিংয়ের ব্যস্ততা রয়েছে। কিন্তু জন্মদিনে কোনও কাজ রাখেননি অভিনেত্রী। একেবারে ছুটির মুডে রয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ১৪:১১
Share:

কেক কাটার আগে।

আজ তিনি বার্থ-ডে গার্ল। কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গতকাল রাত থেকেই। তিনি অভিনেত্রী অনিন্দিতা বসু

Advertisement

শুটিংয়ের ব্যস্ততা রয়েছে। কিন্তু জন্মদিনে কোনও কাজ রাখেননি অভিনেত্রী। একেবারে ছুটির মুডে রয়েছেন তিনি। তা হলে আজকের প্ল্যান কী?

অনিন্দিতা শেয়ার করলেন, ‘‘আজ বাড়িতে ক্লোজ বন্ধুরা আসবে। হাউজ পার্টি করব আমরা। কেকেআরের খেলা দেখব সবাই মিলে।’’ জন্মদিনের ট্রিট হিসেবে বন্ধুদের জন্য চাইনিজ খাবার অর্ডার করবেন তিনি।

Advertisement


সেলিব্রেশনের মাঝে সৌরভের সঙ্গে।

কিন্তু গিফট? বয়ফ্রেন্ড সৌরভ কী দিলেন? লাজুক হেসে অনিন্দিতা বললেন, ‘‘ও তো পুরো মাস ধরেই গিফট দিচ্ছে। তবে কাল যে ড্রেসটা পরে কেক কাটলাম সেটাও দিয়েছে। ওটা আমার দারুণ পছন্দের। খুব সুন্দর একটা কানের দুলও দিয়েছে সৌরভ।’’

আরও পড়ুন, অর্ডিনারি কিছু করতে চাইব না: স্বস্তিকা

ছবি সৌজন্যে: অনিন্দিতা বসু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement