Entertainment News

শ্রী আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে রয়েছে, বললেন বনি

আজ সবচেয়ে মন খারাপ শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশির। মন খারাপ বনি কপূরের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ১৩:১০
Share:

একান্তে শ্রীদেবী-বনি। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

গত ফেব্রুয়ারিতে চলে গিয়েছেন তিনি। মৃত্যুর পর আজ শ্রীদেবীর প্রথম জন্মদিন। দেশ জুড়ে ভক্তদের আজ মনে পড়ছে শ্রীদেবীর কথা। মুম্বইয়ের একটি বাড়িতে ১৮ ফুট উঁচু মুরাল পেন্টিং করা হয়েছে অভিনেত্রীর। নানা ভাবে তাঁকে স্মরণ করছে গোটা ইন্ডাস্ট্রি।

Advertisement

তবে আজ সবচেয়ে মন খারাপ শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশির। মন খারাপ বনি কপূরের। তিনি সাংবাদিকদের বলেন, ‘‘কেউ হিরো হন, কেউ লেজেন্ড। হিরোদেরও মানুষ স্মরণ করেন। কিন্তু লেজেন্ডদের কখনও মৃত্যু হয় না। শ্রী আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে রয়েছে। এমন কোনও মুহূর্তে আসেনি যখন ওকে আমরা মিস করিনি...।’’

মায়ের জন্মদিনে পারিবারিক অ্যালবাম থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জাহ্নবী। মায়ের কোলে তিনি। আর পিছনে দাঁড়িয়ে বাবা বনি কপূর। তাঁর কথায়, ‘‘মা যে চোখের সামনে নেই, এটাই তো এখনও বিশ্বাস করতে পারি না।’’

Advertisement

আরও পড়ুন, শ্রীদেবীজি আমার দিকে জাস্ট একটা লুক দিলেন, ব্যাস! আমি তখন রাজা

শ্রীদেবী ছাড়া এই প্রথম তাঁর জন্মদিন সেলিব্রেট করছেন কপূর পরিবারের সদস্যরা। সেলিব্রেশন জুড়ে রয়েছে মনখারাপ।

শ্রীদেবী ছাড়া এই প্রথম তাঁর জন্মদিন সেলিব্রেট করছেন কপূর পরিবারের সদস্যরা। সেলিব্রেশন জুড়ে রয়েছে মনখারাপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement