Entertainment News

জন্মদিনে কী প্ল্যান রয়েছে তনুশ্রীর?

আজকের দিনটা নিশ্চয়ই দৈনন্দিন রুটিনের থেকে আলাদা। কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে নাকি নায়িকার?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ১৩:৩৯
Share:

তনু্শ্রী চক্রবর্তী। ছবি: ফেসবুকের সৌজন্যে।

জন্মদিন। যে কোনও মানুষের কাছেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেত্রী তনু্শ্রী চক্রবর্তীও। কারণ আজ তিনি বার্থ ডে গার্ল।

Advertisement

আজকের দিনটা নিশ্চয়ই দৈনন্দিন রুটিনের থেকে আলাদা। কোনও বিশেষ পরিকল্পনা রয়েছে নাকি নায়িকার?

সকালে যখন তাঁকে ফোনে ধরা গেল তখন শুটিংয়ে ব্যস্ত নায়িকা। তার মধ্যে থেকেই তিনি বললেন, ‘‘সকাল থেকেই শুটিংয়ে আছি। বিকেলে কী করব, এখনও জানি না। কোনও প্ল্যান করিনি। মা পায়েস রান্না করেছে। এমনিতে তো চার তারিখ থেকেই কেক কাটছি, গিফট পাচ্ছি…। আমার অনুরাগীদের সঙ্গে দেখা করার ইচ্ছে রয়েছে।’’

Advertisement

আরও পড়ুন, পেশা বদল? মিমি এ বার চিত্রসাংবাদিক!

দিন কয়েক বাদেই মুক্তি পেতে চলেছে ‘ফ্ল্যাট নম্বর ৬০৯’। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে সেখানে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। একেবারে অন্য ধারার চরিত্রে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement