Entertainment News

‘তুই শুধু আমার’, কাকে বলছেন মাহি?

বাংলাদেশে তিনি চুটিয়ে কাজ করেন।কলকাতাতেও তাঁর অভিনয় প্রশংসিত। অভিনেত্রী মাহি। ৩১ অগস্ট মুক্তি পেতে চলেছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মাহির নতুন ছবি ‘তুই শুধু আমার’। তার আগে বাংলাদেশ থেকে স্বরলিপি ভট্টাচার্যকে ফোনে ধরা দিলেন নায়িকা।বাংলাদেশে তিনি চুটিয়ে কাজ করেন।কলকাতাতেও তাঁর অভিনয় প্রশংসিত। অভিনেত্রী মাহি। ৩১ অগস্ট মুক্তি পেতে চলেছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় মাহির নতুন ছবি ‘তুই শুধু আমার’।

Advertisement
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ০০:১০
Share:

‘তুই শুধু আমার’-এর দৃশ্যে মাহি।

যৌথ প্রযোজনায় তৃতীয় ছবি

Advertisement

এর আগে যৌথ প্রযোজনায় ‘অগ্নি ২’ এবং ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিতে অভিনয় করেছেন মাহি। ‘তুই শুধু আমার’ যৌথ প্রযোজনায় মাহির তৃতীয় ছবি। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মাহির সঙ্গে অভিনয় করেছেন সোহম এবং ওম।

মাহি যখন মডেল

Advertisement

‘তুই শুধু আমার’-এ মাহি এক মডেলের চরিত্রে অভিনয় করেছেন। এই মডেলের জীবনে অনেক উচ্চাকাঙ্খা। তা পূরণ করতে গিয়েই নানা ঘটনা ঘটে। সে নিয়েই এগিয়েছে ছবির গল্প। দুই নায়কের সঙ্গে কী ভাবে সম্পর্কে জড়িয়ে পড়েন তা রয়েছে চিত্রনাট্যে।

স্টারের সঙ্গে কাজ

এই ছবিতে সোহমের সঙ্গে অভিনয় করে আপ্লুত মাহি। তিনি বললেন, ‘‘আমি অভিনয়ে আসার আগে থেকেই সোহমের অভিনয় দেখি। ওঁর ছোটবেলার একটা ডায়লগ, ‘হরলিক্স দাও না, চেটে চেটে খাব’র কথা মনে পড়ে। এমন স্টারের সঙ্গে কাজের মজাটাই আলাদা।’’

আরও পড়ুন, প্রথম চুমু... মুখ খুললেন শ্রীলেখা

ওম আমার ফেভারিট

মাহি জানালেন, ‘তুই শুধু আমার’-এ তাঁর কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। তাঁর কথায়, ‘‘ওম আমার ফেভারিট অ্যাক্টর। ওর সঙ্গে আগেও কাজ করেছি। তা ছাড়া পরিচিত হাউসে কাজ করতে ভালই লাগে।’’


ছবির দৃশ্যে মাহি এবং সোহম।

বনির সঙ্গে আবার কাজ করতে চাই

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহির ছবি ‘মনে রেখো’। সেখানে বনি সেনগুপ্ত এবং জয়ী দেবরায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বনি এবং ওম মাহির পছন্দের অভিনেতা। বনির সঙ্গে ফের কাজের ইচ্ছে প্রকাশ করলেন তিনি।

লং ড্রাইভে রোম্যান্টিক গান

ব্যস্ত শিডিউলে খুব একটা অবসর সময় পান না মাহি। কিন্তু অবসর পেলে লং ড্রাইভ তাঁর পছন্দের। সঙ্গে রোম্যান্টিক গান। তবে লং ড্রাইভে কোনও সঙ্গী ছাড়া একাই যেতে পছন্দ করেন নায়িকা।

আরও পড়ুন, ফ্ল্যাট নম্বর..., কী করছেন আবির আর তনুশ্রী?

আনন্দের মুহূর্ত

মাঝেমধ্যেই বোরখা পরে সিনেমা হলে যান মাহি। বোরখার আড়ালে থাকায় তাঁকে দর্শক দেখতে পান না। কিন্তু দর্শকদের অভিব্যক্তি তিনি স্পষ্ট দেখতে পান। আর তা পরখ করতেই এই ব্যবস্থা। মাহির কথায়, ‘‘যখন দেখি সিনেমা হলে সবাই সিনেমাই দেখছে, গল্প করছে না বা ফোনে ব্যস্ত নেই তখন খুব ভাল লাগে।’’

মন খারাপ

ঠিক একই ভাবে বোরখা পরে হলে গিয়ে মাহি যদি দেখেন সিনেমায় যে দৃশ্যে তিনি কাঁদছেন, তা দেখে দর্শক হাসছেন তা তাঁর খারাপ লাগা তৈরি করে। মাহি শেয়ার করলেন, ‘‘আমার কান্না দেখে লোকের হাসি পেলে বুঝতে পারি অভিনয় ঠিক করে করতে পারিনি। মন খারাপ হয়ে যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন