Celebrity Interview

‘সৃজিতের জন্য নুন খেয়ে মুখ ফুলিয়েছি’

'শাহজাহান রিজেন্সি' প্রসঙ্গে বললেন বাবুল সুপ্রিয়। সিনেমা, গান আর রাজনীতি নিয়ে অকপট স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সামনে।'শাহজাহান রিজেন্সি' প্রসঙ্গে বললেন বাবুল সুপ্রিয়। সিনেমা, গান আর রাজনীতি নিয়ে অকপট স্রবন্তী বন্দ্যোপাধ্যায়ের সামনে।

Advertisement
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১২:৪৮
Share:

'শাহজাহান রিজেন্সি'-তে তো মিস্টার আগারওয়ালের চরিত্রে দেখা যাবে বাবুল সুপ্রিয়কে।

সারা দিন রাজনীতির কাজ করে রাতের বেলা 'শাহজাহান রিজেন্সি'?

Advertisement

বিষয়টা এখন সেরকমই দাঁড়াচ্ছে। আমি লাইফটাকে পুরোদস্তুর উপভোগ করতে চাই। তাই সারা দিন ধরে মানুষের সঙ্গে থাকলাম। কাজ করলাম। রাতে হয়তো সিনেমা দেখতে চলে গেলাম।

আজ সেরকম কোনোও প্ল্যান আছে?

Advertisement

আজ মধ্যরাত অবধি 'অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' দেখব। এগারোটা চল্লিশের শো। এ ভাবেই 'সিম্বা' দেখেছি। আমার দিল্লির অফিস একটা কর্পোরেট অফিসের মতো কাজ করে।

মানে রাজনীতির পথে অভিনয় বাধা হয়ে দাঁড়ায়নি?

একেবারেই না। আমায় কিন্তু কেউ জিজ্ঞেস করে না দাদা আপনি রাজনীতি করে কী করে গান করেন? বা অভিনয় করেন? বরং উলটোটাই হয়। এয়ারপোর্টে যাচ্ছি কেউ বললেন দাদা আপনার নতুন গান কবে আসছে? কোন ছবিতে আপনাকে আবার দেখব?

আরও পড়ুন: প্রেম বা বিয়ে করার জন্য কলকাতায় ছেলে পাওয়া মুশকিল: পায়েল

বেশ আমিও তাহলে প্রশ্ন করি আপনার নতুন গান কবে শুনব?

দেখুন গানের বাজার অন্যরকম হয়ে গেছে। রোজ নতুন গান তৈরি হবে আর আমি সেটা গাইব পরিস্থিতি তেমন নয়। যদিও গত বছর আমার 'হামি'-র টাইটেল ট্র্যাক আর ইমতিয়াজ আলির 'লায়লা মজনু'-তে আমার আর শ্রেয়া ঘোষালের ডুয়েট জনপ্রিয় হয়েছিল। প্রায় আট মিলিয়ান ভিউ ছিল গানটার।

তা হলে গানের বাজারে খানিক মন্দা বলেই অভিনয়ে আসা?

দেখুন প্ল্যান করে আসব বলে তো আসিনি। 'পোস্ত' -তে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমায় জোর করে অভিনয় করায়। দর্শকের সেটা খুব ভাল লেগেছিল। তার পর সৃজিত 'উমা'-তে যে চরিত্রটা দিল। আমি তো ভাবতেই পারিনি। জানেন ওই চরিত্রের জন্য মন্ত্রিসভার মিটিং-এ আমায় টুপি পরে ঘুরতে হয়েছে। ম্যানেজ করতে হয়েছে। তার ওপর 'উমা'-তে ওপর বিহারি ডায়লেক্ট। সৃজিত পারে এরকম করিয়ে নিতে।

'শাহজাহান রিজেন্সি'-তে এই লুকেই দেখা যাবে বাবুল সুপ্রিয়কে।

এ বার কী করলেন?

'শাহজাহান রিজেন্সি'-তে তো মিস্টার আগারওয়ালের চরিত্র। এই চরিত্র 'চৌরঙ্গী' ছবিতে বঙ্কিম ঘোষ করেছিলেন। এখানেও বড় একটা চ্যালেঞ্জ ছিল। এই চরিত্রর কথা যখন সৃজিত বলল আমি তখন একটু রোগা হওয়ার চেষ্টায়। এ বার সৃজিতের যা ব্রিফ এল তাতে বুঝলাম রাশভারী চেহারার প্রয়োজন। সময় কম। বেশি করে নুন খেতে শুরু করলাম। মুখ ফুলতে আরম্ভ করল। সেই ফোলা মুখে শুট তো হয়ে গেল। কিন্তু ফোলা মুখ কী আর চলে যায়? কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গডকড়ী আমায় দেখে তো অবাক। বিভিন্নরকম ভাবে বুঝতে চাইছেন। কেন মুখ ফোলা? ভাবছেন কী হল বাবুলের? অনিয়ম? আমার অবস্থাটা ভাবুন! পরে অবশ্য গডকড়ী নিজেই বুঝতে পেরেছিলেন আমি ইচ্ছে করে মুখ ফুলিয়েছি। শেষে ল্যাসিক খেয়ে শরীর থেকে আমায় নুন বার করতে হয়েছিল। আরও কি কি সব বিস্ময় যে সৃজিত আমার জন্য রেখেছে!

মানে সৃজিতের পরের ছবিতেও আপনি থাকবেন?

দেখুন সৃজিত এমন একজন পরিচালক যে একটা ছবি করতে করতে পরের ছবির কাস্টিং করে নেয়। আমার তো মনে ও আমার ভেতরের অভিনেতাকে আস্তে আস্তে প্রকাশ করছে। 'উমা' তে একরকম। 'শাহজাহান রিজেন্সি' তে আরেকরকম। পরেরগুলো আরও সারপ্রাইজ। এ ভাবেই...

'শাহজাহান রিজেন্সি' কেমন ছবি হবে বলে মনে হয়?

দেখুন ছবিটা পুরোটা তো দেখিনি।

আরও পড়ুন: ‘কথা বলার কেউ নেই’ সোশ্যাল মিডিয়ায় ঝড় আশা ভোঁসলের টুইটে

প্রিমিয়ারে আসবেন?

অবশ্যই। এই ছবিটা ইতিমধ্যেই দর্শক তৈরি করে নিয়েছে। আর প্লটটাও অসাধারণ। 'চৌরঙ্গী' র এসেন্স তো থাকছে। কলকাতার বুকে ঘটে যাওয়া রোমাঞ্চকর কাহিনি। সৃজিত নিজের মতো আরও লেয়ার এনেছে। তবে একটা কথা বলতে পারি। এই ছবিতে প্রত্যেক অভিনেতার উৎসাহ দেখে, জোশ দেখে বোঝা যাচ্ছে এই ছবি মানুষকে নাড়িয়ে দেবে। আর আমার নিজের বিষয় একটা কথা বলতে চাই। বলি?

'উমা' ছবিটির জন্য মন্ত্রিসভার মিটিং-এ টুপি পরে ঘুরতে হয়েছে বাবুলকে।

বলুন না...

কিশোরকুমার লন্ডনে লতা মঙ্গেশকরকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। এটা ইউটিউবে পাওয়া যায়। লতাজি জিজ্ঞেস করেছিলেন আপনি এখন অভিনয় কমিয়ে দিয়ে গান বেশি করে গাইছেন কেন? তাতে কিশোরকুমার বলেছিলেন ঈশ্বর আমায় জানিয়ে দিয়েছেন পঞ্জাব থেকে অনেক অভিনেতা ইন্ডাস্ট্রিতে আসছেন।তুমি অভিনয় কমিয়ে গানে মন দাও। আশা করি বুঝলেন কেন এই প্রসঙ্গ টানলাম।

বুঝলাম। গান কমিয়ে অভিনয়ে বেশি মন আপনার। আচ্ছা বাড়িতে কতটা মন দিতে পারেন?

অবশ্যই পারি। আমার দুই মেয়ে। একজনের বয়স ষোল মাস আর একজনের কুড়ি বছর। গ্রাফ আঁকলে ওঠানামা টা ভাবুন! তবে ষোল মাসের সঙ্গে কুড়ি বছরের দিব্যি জমে গেছে। আমি জীবনটাকে কানায় কানায় উপভোগ করছি। এখনও রাতের বেলা ইচ্ছে হলে ফুটবল খেলতে চলে যাই...আসছেন তো 'শাহজাহান রিজেন্সি' দেখতে? দেখা হবে।
মোবাইলের স্ক্রিন সাদা হয়ে গেল। তাঁর নম্বর আসেনা। মন্ত্রী বাবুল সুপ্রিয় জেগে উঠলেন যেন।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্তসেলেব্রিটি গসিপপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন