Advertisement
E-Paper

‘খুব ভাল সঙ্গ, কিন্তু কথা বলার কেউ নেই’ সোশ্যাল মিডিয়ায় ঝড় আশা ভোঁসলের টুইটে

আশা ভোঁসলের গানের শো। তিনিই মধ্যমণি। তাঁকে ঘিরে বসে রয়েছেন তাঁর চার সহকর্মী। সে দলে রয়েছেন সিদ্ধান্ত ভোঁসলে এবং সুদেশ ভোঁসলের মতো গায়করা। তিনি হাপিত্যেশ নয়নে চেয়ে রয়েছেন সামনের দিকে। আর তাঁর সতীর্থরা মোবাইল ফোন নিয়ে খুটখুট করে চলেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ১৬:৩৮
এই ছবিটিই টুইটারে পোপোস্ট করেছেন আশা ভোঁসলে।

এই ছবিটিই টুইটারে পোপোস্ট করেছেন আশা ভোঁসলে।

আশা ভোঁসলের গানের শো। তিনিই মধ্যমণি। তাঁকে ঘিরে বসে রয়েছেন তাঁর চার সহকর্মী। সে দলে রয়েছেন সিদ্ধান্ত ভোঁসলে এবং সুদেশ ভোঁসলের মতো গায়করা। তিনি হাপিত্যেশ নয়নে চেয়ে রয়েছেন সামনের দিকে। আর তাঁর সতীর্থরা মোবাইল ফোন নিয়ে খুটখুট করে চলেছেন। এমন সময়েই এক বাস্তব উপলদ্ধি শেয়ার করলেন ৮৫ বছরের প্রবাদপ্রতিম গায়িকা।

ওই সময়ের ছবিটি শেয়ার করে টুইটারে গায়িকা লিখেছেন, “বাগডোগরা থেকে কলকাতা... খুব সুন্দর সঙ্গ। কিন্তু কথা বলার কেউই নেই। ধন্যবাদ আলেকজান্ডার গ্রাহাম বেল।’’

ওয়েটিং রুমের দৃশ্যপট তুলে ধরেছেন গায়িকা। যেখানে দেখা যাচ্ছে, সিদ্ধান্ত থেকে সুদেশ, সকলের হাতেই রয়েছে মোবাইল। শুধু আশা ভোঁসলের হাতেই কিছু নেই। অনেকেই আশা ভোঁসলের এই ছবির সঙ্গে নিজের বাড়ির অন্দরমহলের দৃশ্য মেলাতে পারছেন। বহু মানুষ শেয়ার করেছেন গায়িকার এই টুইট।

কিছু দিন আগে অমিতাভ বচ্চনও তাঁর ড্রয়িং রুমের একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, শুধুই তাঁর নাতনি নভ্যা নভেলির হাতে একটি বই। বাকি বিগ বি’র নাতি, অভিষেক, শ্বেতা সক্কলে মুখ গুঁজে মোবাইলে মগ্ন।

... the family that Mobiles together, stays together..

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on

আশা ভোঁসলের এই টুইটটি যাঁরা শেয়ার করেছেন, তাঁদের একজন আবার লিখেছেন, ‘ওই জায়গায় যদি আমি থাকতাম, তা হলে মন দিয়ে আপনার কথা শুনতাম।’ আর একজন কিছুটা তোপ দেগেই লিখছেন, ‘আশা ভোঁসলের সঙ্গে কথা না বলে মোবাইল নিয়ে মেতে রয়েছেন। সত্যিই দুর্ভাগ্যজনক।’

আরও পড়ুন: বিয়ে করতে চলেছেন ফারহানকে, কে এই শিবানী দান্ডেকর?

আরও পড়ুন: প্রেম বা বিয়ে করার জন্য কলকাতায় ছেলে পাওয়া মুশকিল: পায়েল

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগে।)

Asha Bhosle Twitter Bollywood Celebrities আশা ভোঁসলে
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy