Celina Jaitley

ফের যমজ সন্তানের মা হতে চলেছেন সেলিনা

আরও একবার যমজ সন্তানের মা হতে চলেছেন সেলিনা জেটলি। জানা গিয়েছে এ বছর অক্টোবর নাগাদ ডেট দিয়েছেন চিকিত্সকরা। পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজেই এ কথা জানিয়েছেন সেলিনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৭ ১১:৪৭
Share:

আরও একবার যমজ সন্তানের মা হতে চলেছেন সেলিনা জেটলি। জানা গিয়েছে এ বছর অক্টোবর নাগাদ ডেট দিয়েছেন চিকিত্সকরা। পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে নিজেই এ কথা জানিয়েছেন সেলিনা।

Advertisement

বছর পঁয়ত্রিশের সেলিনা বর্তমানে যমজ পুত্র সন্তানের মা। তাদের বয়স পাঁচ বছর। সেলিনা জানান, যখন জানতে পারেন তাঁর ফের যমজ সন্তান হতে চলেছে, প্রথমটা খানিকটা ঘাবড়ে গিয়েছিলেন তিনি। পরে তিনি আর তাঁর স্বামী পিটার হ্যাগ দু’জনেই এই সন্তানের জন্য প্রস্তুতি শুরু করে দেন। আপাতত চিকিত্সকের পরামর্শ অনুযায়ী কড়া রুটিন মেনে চলছেন সেলিনা। সে সঙ্গে চলছে রুটিন চেক আপও। তাহলে কি এখন কাজকর্ম সব বন্ধ! সেলিনা জানান, চিকিত্সকের পরামর্শ মতো নিয়ম মেনেই চলছেন তিনি। অবসর সময়ে একটি বইও লিখছেন। আগামী বছরই সেটা প্রকাশিত হওয়ার কথা। তবে দিন কয়েকের মধ্যেই একটি বিজ্ঞাপনী শুটিংয়ের কাজে ভারতে আসবেন তিনি।

আরও পড়ুন...
কান-এ ঐশ্বর্যাকে এমন সুন্দরী করে তোলার কারিগর ইনি!

Advertisement


দুই ছেলের সঙ্গে সেলিনা ও তাঁর স্বামী পিটার। ছবি: টুইটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement