Sarfaraz Khan

বছরের শেষ দিনে শতরান করেও আক্ষেপ! মুম্বইকে জিতিয়েও মনখারাপ জাতীয় দলে ব্রাত্য সরফরাজ়ের

বুধবার বিজয় হজারে ট্রফিতে ঝোড়ো শতরান করে ভারতের এক দিনের দলে ঢোকার দাবি জোরালো করেছেন। তবে শতরান করে দলকে জিতিয়েও মনখারাপ সরফরাজ় খানের। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১২:২৮
Share:

সরফরাজ়‌ খান। — ফাইল চিত্র।

বুধবার বিজয় হজারে ট্রফিতে তাঁর ব্যাট থেকে ঝোড়ো শতরান দেখা গিয়েছিল। ভারতের এক দিনের দলে ঢোকার দাবি জোরালো করেছেন নিজের ইনিংসে। তবে শতরান করে দলকে জিতিয়েও মনখারাপ সরফরাজ় খানের। তাঁর একটি স্বপ্ন পূরণ হয়নি।

Advertisement

গোয়ার বিরুদ্ধে বুধবার ৭৫ বলে ১৫৭ রান করেন সরফরাজ়। দল জেতে ৮৭ রানে। সরফরাজ় ৯টি চার এবং ১৪টি ছয় মেরেছেন। তবে সতীর্থ মুশির খান শতরান করতে পারেননি, এটা দেখে মন কিছুটা খারাপ সরফরাজ়ের।

ম্যাচের পর ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্রকে বলেছেন, “আমাদের দু’জনেরই একই স্বপ্ন রয়েছে। একই ম্যাচে শতরান করতে চাই। এ মরসুমে রঞ্জি ট্রফিতে এই স্বপ্নের কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু দু’জনেই পঞ্চাশের ঘরে গিয়ে আউট হয়ে গিয়েছিলাম। মুশির এত ভাল খেলছিল। ভেবেছিলাম আজ হয়ে যাবে। কিন্তু স্বপ্ন এত সহজে সফল হয় না।”

Advertisement

ব্যাট করতে নামার সময় পিচ মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন সরফরাজ়। তাঁর কথায়, “আমি ব্যাট করতে নামার সময় রান রেট খুব একটা ভাল ছিল না। দুই ওপেনারই বলেছিল, প্রথম ঘণ্টায় বল নড়াচড়া করছে। সকালের দিকে ব্যাট করা এমনিতেই কঠিন। তাই নিজেকে থিতু হওয়ার সময় দিয়েছিলাম। পিচ সহজ হয়ে যাওয়ার পর যত বেশি সম্ভব রান করতে চেয়েছি।”

এক দিনের ক্রিকেট কোনও দিন জাতীয় দলে সুযোগ পাবেন কি না জানেন না। তবে সরফরাজ় জানালেন, এই ফরম্যাট তাঁর প্রিয়। সরফরাজ়ের কথায়, “প্রচুর এক দিনের ম্যাচ খেলেছি। জানি, কী ভাবে ইনিংসের গতি বাড়াতে হয়। আমি ভাল সুইপ এবং কাট মারতে পারি। এই ফরম্যাটে পাঁচ জনের বেশি ফিল্ডার বৃত্তের বাইরে রাখা যায় না। এতে আরও বেশি শট খেলার স্বাধীনতা থাকে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement