ভাই বিক্রান্তের জন্য আবেগঘন সেলিনা। ছবি: সংগৃহীত।
এখনও ভাইয়ের কোনও খোঁজ পাননি অভিনেত্রী সেলিনা জেটলি। সংযুক্ত আরব আমিরশাহিতে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে তাঁর ভাইকে, এই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। সেই ঘটনার ৪৪৩ দিন কেটে গিয়েছে। এখনও অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ভাইয়ের সঙ্গে কোনও যোগাযোগ হয়নি সেলিনার।
বিষয়টি নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেলিনা। রবিবার ফের একটি আবেগঘন পোস্ট করলেন ভাই বিক্রান্তকুমার জেটলির জন্য। দিনের পর দিন কী ভাবে নিখোঁজ ভাইয়ের অপেক্ষা করছেন, তা লিখেছেন তিনি। অভিনেত্রী ভাইয়ের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে লেখেন, “১ বছর ২ মাস ১৭ দিন। মোট ৪৪৩ দিন।” সেলিনার দাবি, আরবে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে তাঁর ভাইকে। কিন্তু ঠিক কোথায় আটকে রাখা হয়েছে, তা জানাননি অভিনেত্রী।
দেখতে দেখতে ৪৪৩ দিন কেটে গিয়েছে। এই দিনগুলি জুড়ে রয়েছে আতঙ্ক। বিক্রান্তের সঙ্গে কী ঘটছে, তা কল্পনা করে শিউরে উঠছেন তিনি। তবে ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার আশায় তিনি। শেষবার ভাইয়ের সঙ্গে কী কথা হয়েছিল, সেটাও পোস্টে তুলে ধরেন। আটক অবস্থাতেই কোনওমতে কষ্ট করে সেলিনাকে ফোন করেছিলেন বিক্রান্ত। সেই দিনও ভাইয়ের কণ্ঠে ছিল আতঙ্ক ও যন্ত্রণার রেশ।
বিক্রান্ত অবসরপ্রাপ্ত সেনাকর্মী। তাই তাঁর শরীরে রয়েছে অসংখ্য চোট-আঘাত। আরবে আটক অবস্থায় তাঁর শারীরিক অবস্থা কেমন আছে, সেই চিন্তাও পিছু ছাড়ছে না সেলিনার। অভিনেত্রীর দাবি, কর্মজীবনের শুরুতে নিজেকে দেশের কাছে সঁপে দিয়েছিলেন বিক্রান্ত। বিদেশে এমন অবসরপ্রাপ্ত সেনাদের উপর আক্রমণ হচ্ছে যা ভারতের নিরাপত্তায় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, মত সেলিনার।
উল্লেখ্য, এর আগে সাহায্য চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন সেলিনা জেটলি। অভিনেত্রীর আর্জি, তাঁর ভাই বিক্রান্ত জেটলিকে যেন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে যথাযথ আইনি ও চিকিৎসা সংক্রান্ত সহায়তা করা হয়।