(বাঁ দিকে) সেলিনা জেটলি, (ডান দিকে) পিটার হাগ। ছবি: সংগৃহীত।
১৫ বছরের বিবাহিত জীবন। তিন সন্তানের বাবা-মা সেলিনা জেটলি ও পিটার হাগ। আপাতত তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। স্বামীর বিরুদ্ধে চুরি, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে মুম্বই আদালতে মামলা করেছেন অভিনেত্রী। তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচারের ক্ষতিপূরণ হিসাবে ৫০ কোটি টাকা চেয়েছেন অভিনেত্রী। এ বার খবর, স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন পিটার!
অভিনেত্রীর স্বামী অস্ট্রিয়ার আদালতে সেলিনার বিরুদ্ধে মামলায় দাবি করেছেন যে, তিনি নির্দোষ। পিটারের অভিযোগ, এই বিয়ে ভাঙছে সেলিনার দোষে। খবর, সেলিনার মামলার আগেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন পিটার।
তিন সন্তানকে তাঁর কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগ করেন সেলিনা। যদিও ভিয়েনার আদালত রায় দিয়েছেন, প্রতিদিন এক ঘণ্টা করে সন্তানদের সঙ্গে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখতে পারবেন সেলিনা। অভিযোগ, আদলতের সেই নির্দেশও নাকি অমান্য করে সন্তান ও সেলিনার মধ্যে যোগাযোগের সব রাস্তা বন্ধ করে প্রায় নিরুদ্দেশ হয়ে যান তাঁর স্বামী। সেলিনার আইনজীবীর দাবি, মুম্বইয়ে অভিনেত্রীর সাড়ে তিন কোটির সম্পত্তি পর্যন্ত উপহারপত্রস্বরূপ নিজের নামে লিখিয়ে নেন তাঁর স্বামী । শুধু তা-ই নয়, ভিয়েনায় দু’জনে মিলে বেশ কিছু সম্পত্তি কেনেন, সেগুলোও সেলিনার অজান্তে বিক্রি করে দেন বলে অভিযোগ।
পিটারের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। সেলিনার স্বামী নাকি গত চার বছর ধরে দুবাইয়ে অন্য নারীর সঙ্গে একত্রবাস করছেন। এমন তথ্য নাকি নিজের ননদের থেকেই পেয়েছেন সেলিনা। এ বার দেখার, এই আইনি লড়াইয়ে জয় হয় কার!