Babul Supriyo

ট্রেনে নেটওয়ার্ক নেই। কী উপায় বের করলেন মন্ত্রী বাবুল? ভাইরাল ছবি

সম্প্রতি ট্রেনে যাওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র করা একটি টুইটে তিনি এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার একটি উপায় বাতলেছেন। নিজের পোষ্য পাগ কুকুর ‘এডি’র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবুল লিখেছেন যে, এ বার হয়তো ভোডাফোনের নেটওয়ার্ক সহজে পাওয়া যাবে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ১৪:১৬
Share:

নিজের পাগের এই ছবিই পোস্ট করেছেন বাবুল। ছবি: বাবুল সুপ্রিয়র টুইটার হ্যান্ডেল থেকে প্রাপ্ত

ট্রেনে সফর করার সময় মোবাইলে নেটওয়ার্কের সমস্যায় জেরবার হয়নি, এমন সৌভাগ্যবান মনে হয় লাখেও এক জন মিলবে কি না সন্দেহ। এমন কোনও মোবাইল নেটওয়ার্কও নেই, যাত্রীদের শাপ-শাপান্ত থেকে রেহাই পেয়েছে। কিন্তু এই সমস্যা থেকে বাঁচবার কোনও সহজ উপায়ের কথা কখনও ভেবেছেন কী?

Advertisement

সম্প্রতি ট্রেনে যাওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র করা একটি টুইটে তিনি এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার একটি উপায় বাতলেছেন। নিজের পোষ্য পাগ কুকুর ‘এডি’র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবুল লিখেছেন যে, এ বার হয়তো ভোডাফোনের নেটওয়ার্ক সহজে পাওয়া যাবে!

টেলিকমিউনিকেশন জগতে পরিচিত নাম ভোডাফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিখ্যাত ছোটখাট আদুরে এই পাগ প্রজাতির কুকুর। বিজ্ঞাপনে দেখা যায় একটি ছোট বাচ্চার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে একটি পাগ কুকুর। যেখানেই যাচ্ছে, পাগটি সেখানেই তাকে লক্ষ্য করে পৌঁছে যাচ্ছে। যেখানে ব্যবহারকারী চাইবেন, সেখানেই ভোডাফোনের নেটওয়ার্ক পৌঁছে যাবে, এই ধারণা দিতেই ভোডাফোনের এই বিজ্ঞাপন।

Advertisement

আরও পড়ুন: স্ট্যান্ড-আপ কমেডিয়ান হতে চেয়েছিলেন এই তারকা অভিনেতা!

তাই নিজের পাগের ছবি পোস্ট করে মজা করেই বাবুল লিখেছেন যে ভোডাফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে সঙ্গে নিয়ে ঘুরছি যখন, তখন ভোডাফোনের নেটওয়ার্কও পুরো চলার পথে তাঁদের পিছনে পিছনে নিশ্চই আসবে!

আরও পড়ুন: বিয়ের আগে খোশমেজাজে নৈশভোজে নিক-প্রিয়ঙ্কা

যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই ‘অভিনব’ পদ্ধতি কাজে লেগেছে কি না, সেই ব্যপারে এখনও কিছু জানা যায়নি। তবে দেশ জুড়ে ‘কল ড্রপ’ থেকে শুরু করে মাঝে মাঝেই নেটওয়ার্ক সার্ভিস না পাওয়ার মতো ঘটনা গুলিকে আবার সামনে এনে দিল এই ঘটনা। যদিও পুরোটাই মজার ছলে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন