মেয়েকে নিয়ে রাজীব সেন-চারু আসোপার দ্বন্দ্ব জারি? ছবি: সংগৃহীত।
চারু আসোপা। অভিনেত্রী সুস্মিতা সেনের দাদা রাজীব সেনের প্রাক্তন স্ত্রী। ‘ক্যায়সে হ্যায় ইয়ে রিস্তা’, ‘আঞ্জানা’-সহ বহু ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী। ইদানীং তাঁরা তাঁদের সন্তানের কারণে প্রায়ই খবরের শিরোনাম। প্রাক্তন দম্পতির মেয়ে জ়াইনা যখন আরও ছোট তখনই উভয়ের বিচ্ছেদ হয়ে যায়। বনিবনার অভাব, মতবিরোধ— এর থেকেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু সমস্যার সমাধান হল কই? মাঝে রাজীব সমাজমাধ্যমে অভিযোগ করেছিলেন, তিনি মেয়ের সঙ্গে দেখা করতে পারেন না। চারু তাঁকে মেয়ের কাছে যাওয়ার, তার সঙ্গে দেখা করার অনুমতি দেন না।
সেই বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে চারুর একটি ভ্লগের কারণে।
চারুর ভাগ করে নেওয়া ভ্লগটিতে দেখা গিয়েছে, তাঁর বাড়িতে বোন-ভগ্নিপতি এসেছেন। জ়াইনা আনন্দে মেসোকে জড়িয়ে ধরেছে। যা দেখে অনেকের মনে হয়েছে, বাবাকে তো পায় না। সেই অভাব থেকে মেসোকেই জড়িয়ে ধরেছে শিশু কন্যা। এই ভাবনার ছায়া পড়েছে চারুর মন্তব্য বাক্সেও। অনেকে লিখেছেনও সে কথা। নতুন করে তাই বিরক্ত চারু। আবারও মুখ খুলেছেন তিনি। আরও একটি ভ্লগ তৈরি করেছেন। সেখানে সপাট বলেছেন, “কেউ কিছু না জেনেই মন্তব্য করে ফেললেন! জ়াইনা এ রকমই আন্তরিক। অনেক দিন পরে প্রিয়জনদের দেখলে আনন্দে এ ভাবেই জড়িয়ে ধরে। বাবার অভাব থেকে নয়। একই ভাবে সে কিন্তু মাসিকেও জড়িয়ে ধরেছিল। সেটা কেউ দেখলেন না!”
তার পরেই নাম না করে ফের তোপ দেগেছেন প্রাক্তন স্বামী রাজীবের উদ্দেশে। চারুর দাবি, তিনি কোনও দিন বাবা-মেয়ের মধ্যে দেওয়াল তুলে দেননি। রাজীবের যখন মনে হয়েছে তিনি মেয়ের সঙ্গে দেখা করে গিয়েছেন। কখনও ফোনে কথা বলেছেন। এ গুলো যে সত্যিই ঘটেছে সেটা রাজীবও জানেন। তার পরেও সমাজমাধ্যমে তিনি চারুর নামে মিথ্যা দোষারোপ করছেন। যার ফলে, অকারণে অনেকের বাজে মন্তব্য শুনতে হচ্ছে তাঁকে। যা তাঁর প্রাপ্য নয়।