কোন নেতার নাতির সঙ্গে ডেট করছেন সইফ-এর মেয়ে?

বি-টাউনের বহু তারকার সন্তানরা সেলেব্রিটি বাবা-মায়েদের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। সইফ আলি খানের কন্যা সারা আলি খানও ইতিমধ্যেই বিখ্যাত। সারা বলিউডে পা রাখতে চলেছেন বলে খবর উঠেছিল কিছুদিন আগে। ফের শিরোনামে এলেন নবাব-কন্যা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০০:২৩
Share:

বি-টাউনের বহু তারকার সন্তানরা সেলেব্রিটি বাবা-মায়েদের জন্য বিখ্যাত হয়ে ওঠেন। সইফ আলি খানের কন্যা সারা আলি খানও ইতিমধ্যেই বিখ্যাত। সারা বলিউডে পা রাখতে চলেছেন বলে খবর উঠেছিল কিছুদিন আগে। ফের শিরোনামে এলেন নবাব-কন্যা। সারা নাকি একজনের সঙ্গে ডেট করছেন।

Advertisement

কে এই মানুষটি, যাঁর সঙ্গে তিনি ডেট করছেন? শোনা যাচ্ছে এক ডাকসাইটে রাজনীতিবিদের নাতির সঙ্গে ডেট করছে সে। শোনা যাচ্ছে সেই যুবকটি হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহারিয়া। তাঁদের দু’জনকে একসঙ্গে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে বলে খবর। সইফ-তনয়া ইনস্টাগ্রামে বীরের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। এবং তার সঙ্গে লেখা ক্যাপশনটি আরও ইন্টারেস্টিং। ছবির নীচে লেখা, ‘রাস্তার দোসা খেতে সে কিছুই মনে করে না। প্রচণ্ড আবেগপ্রবণ ও। আর ও হল এমন মানুয যাঁর সঙ্গে সমুদ্র সৈকতে হাঁটা যায়।’


আরও পড়ুন

Advertisement

এ বছরেই বিয়ে করছেন সলমন! সত্যি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement