Kangana Ranaut

কঙ্গনার সঙ্গে প্রথম ছবিতে ভরাডুবি, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগের সঙ্গে বর্তমানে সম্পর্ক কেমন ?

কখনও একসঙ্গে গল্প করছেন চিরাগ-কঙ্গনা। কখনও আবার একে অপরকে দেখে থমকে গিয়ে ছবি তুলেছেন একসঙ্গে। কোন দিকে এগোচ্ছে তাঁদের সম্পর্ক?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৮
Share:

(বাঁ দিকে) কঙ্গনা রনৌত, (ডান দিকে) চিরাগ পাসওয়ান। ছবি: সংগৃহীত।

প্রায় ১৪ বছর আগের কথা। ‘মিলে না মিলে হম’ ছবিতে জুটি বাঁধেন কঙ্গনা রনৌত ও চিরাগ পাসোয়ান। এই ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ রামবিলাস-পুত্রের। সেই সময় নাকি তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কেন্দ্রীয় মন্ত্রী ও মান্ডির সাংসদের সঙ্গে এই মুহূর্তের সমীকরণ কেমন, জানালেন চিরাগ।

Advertisement

সংসদ ভবনে অনেক সময় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। কখনও একসঙ্গে গল্প করছেন তাঁরা। কখনও আবার একে অপরকে দেখে থমকে গিয়েছেন, ছবি তুলেছেন একসঙ্গে। ফলে স্বাভাবিক ভাবেই চর্চা শুরু হয় তাঁদের সম্পর্ক নিয়ে। অনেকে বলেন, জীবনে অনেক আঘাত পেয়ে রাজনীতিবিদ চিরাগকেই শেষ পর্যন্ত মন দিলেন কঙ্গনা! তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন কঙ্গনা।

‘মিলে না মিলে হম’ ছবিতে চিরাগ ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার প্রেমিকা অনীশার চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে। প্রায় এক দশক আগের এই ছবিটি নজর কাড়তে পারেনি দর্শকের। ভরাডুবি হয় বক্স অফিসে। চিরাগ বলেন, ‘‘ছবিটা বক্স অফিসে এক কোটি টাকাও তুলতে পারেনি। কিন্তু এই ছবি করে একটা লাভ হয়, আমার আর কঙ্গনার বন্ধুত্ব হয়ে যায়।’’

Advertisement

এই ব্যর্থতার দায় নিয়েও কঙ্গনা বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। অন্য দিকে, রাজনীতির ময়দানে যোগ দেন চিরাগ। প্রথম ছবি ফ্লপ হওয়ার পরে আর রুপোলি দুনিয়ায় পা দেননি তিনি। বর্তমানে লোক জনশক্তি দলের সাংসদ তিনি। পাশাপাশি, কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী তিনি। যদিও তাঁর সঙ্গে কঙ্গনার সখ্যের খবর যেমন রয়েছে, তেমনই অনেকে দাবি করেন, চিরাগের একজন পুরুষ সঙ্গী রয়েছেন। তিনি হলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ বিশাল সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement