Malaika Arora

‘২৩ বছরের ছেলের মা হয়ে জিভ বার করে নাচ!’ কটাক্ষের মুখে পড়ে কী বললেন মলাইকা?

সম্প্রতি মলাইকার বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগ ওঠে। বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কী ভাবে নাচলেন তিনি, উঠছে প্রশ্ন। উত্তর দিলেন মলাইকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ১৬:৩৭
Share:

(বাঁ দিকে) মলাইকা আরোরা, (ডান দিকে) ছেলে আরহানের সঙ্গে মলাইকা। ছবি: সংগৃহীত।

কখনও বিবাহবিচ্ছেদ নিয়ে, কখনও আবার তাঁর বয়স নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয় মলাইকা অরোরাকে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অশালীন ভঙ্গিতে নাচের অভিযোগও উঠেছে। নেটপাড়ার একটা বড় অংশের দাবি, বাড়িতে ২৩ বছরের ছেলে থাকতে এমন ভঙ্গিতে কী ভাবে নাচলেন তিনি? অবশেষে উত্তর দিলেন মলাইকা।

Advertisement

মলাইকা যখনই পর্দায় ‘আইটেম’ গানে নাচ করেছেন, সেটা প্রশংসিত হয়েছে। সে ‘ছইয়া ছইয়া’ হোক, বা ‘মুন্নি’ অথবা ‘অনারকলি ডিস্কো চলি’। কিন্তু এ বার তুমুল সমালোচনা তাঁকে নিয়ে। সম্প্রতি হনী সিংহের মিউজ়িক ভিডিয়ো ‘চিলগাম’-এ দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিয়োর একটি ঝলক প্রকাশ্যে আসতেই মলাইকাকে ‘অশালীন’ তকমা দিয়েছে নেটাগরিক। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন হনী। পাশে নাচছেন মলাইকা। কখনও তিনি চুইংগাম চিবোচ্ছেন, কখনও আবার জিভ বার করে নাচছেন। এই দৃশ্য মোটেই পছন্দ হয়নি নেটাগরিকের। একজন মন্তব্য করেছেন, “এই নাচের মধ্যে কোনও আবেদন নেই। কোনও মাধুর্য নেই। এমন নাচকে ‘অশালীন’ ছাড়া কিছু বলা যায় না।”

এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন মলাইকা। তিনি বলেন, ‘‘আমি জীবনে সত্য ছাড়া অন্য কিছুতে মনোনিবেশ করি না। নেতিবাচক কথায় কান দিই না। যাঁরা ট্রোল করার, তাঁরা করবেনই। এই ধরনের বিরক্তিকর মন্তব্য থেকে নিজে ও নিজের পরিবারকে দূরে রাখি।’’ যাঁরা অভিনেত্রীর নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁদের উদ্দেশে মলাইকা বলেন, ‘‘আসলে নাচ আমাকে যে শান্তি ও পরিতৃপ্তি দেয়, সেটা অভিনয় করে পাইনি। তাই নাচ আমার কাছে বাড়ি ফেরার শান্তি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement