টেলিভিশনে ফিরছেন রাহুল

‘চিরদিনই...’-র নায়ক এ বার ছোট পর্দায়। খবর দিচ্ছে আনন্দplus।টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ভাল অভিনেতা হিসেবে তাঁর কদর প্রথম দিন থেকেই। প্রথম ফিল্মও ব্লকবাস্টার। ‘চিরদিনই তুমি যে আমার’। ‘চিরদিনই...’-য়ের রাহুল এ বার ফিরছেন টেলিভিশনে। ২০০৭ সালে ‘খেলা’ বলে মেগাসিরিয়াল ছিল তাঁর শেষ টিভি ফিকশনের কাজ।

Advertisement
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৪ ০৪:০০
Share:

টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ভাল অভিনেতা হিসেবে তাঁর কদর প্রথম দিন থেকেই। প্রথম ফিল্মও ব্লকবাস্টার। ‘চিরদিনই তুমি যে আমার’।

Advertisement

‘চিরদিনই...’-য়ের রাহুল এ বার ফিরছেন টেলিভিশনে। ২০০৭ সালে ‘খেলা’ বলে মেগাসিরিয়াল ছিল তাঁর শেষ টিভি ফিকশনের কাজ। তার পর ফিল্মে চলে আসার পর ছোট পর্দা থেকে কার্যত ব্রেক-ই নিয়েছিলেন তিনি।

সব পাল্টাতে চলেছে ৩ এপ্রিল ২০১৪ থেকে। সে দিন থেকেই টিভিতে রাহুলের দ্বিতীয় ইনিংস শুরু।

Advertisement

নাম এখনও ঠিক না হলেও এই মেগাসিরিয়ালে রাহুলের সঙ্গে দেখা যাবে সন্দীপ্তা সেন, রূপাঞ্জনা মিত্র-সহ আরও অনেককেই। সিরিয়ালটি প্রযোজনা করছেন বন্দনা ফিল্মসের কর্ণধার শিবাজি পাঁজা। পরিচালনা করবেন জয়দেব মুখোপাধ্যায় যিনি সবে সব্যসাচী, আবিরকে নিয়ে ‘আগুন’ ছবিটি বানিয়েছেন।

তা, হঠাত্‌ ফিল্ম থেকে টিভিতে আসার কারণ কী রাহুলের?

“বেশ কয়েকটা কারণ আছে,” বলেন রাহুল। “প্রথমেই বলি, আমি যে ধরনের ছবিতে কাজ করছি এই মুহূর্তে, সেগুলো বেশির ভাগই কলকাতার দর্শকের জন্য। আর কমার্শিয়াল সিনেমাতে নিজে দর্শক হিসেবে বিচার করলেও আমি নিজেকে হিরো হিসেবে মেনে নিতে পারছি না। এতে হচ্ছেটা কী আমার ‘চিরদিনই...’র যে দর্শকরা ছিল, সেই মানুষগুলোর কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি। টিভিতে অভিনয় করলে সেই দর্শকদের কাছে আমি আবার পৌঁছতে পারব। সেই জন্যেই টিভিতে ফিরলাম,” সোজাসাপটা জবাব দেন রাহুল।

কিন্তু সিনেমা করতে করতে টিভি করলে স্টারডমের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা ভাবায়নি তাঁকে?

“না, আমার মনে হয় না কোনও ক্ষতি হয়। সিনেমার সঙ্গে সঙ্গে অপুদা, ঋত্বিক দু’জনেই তো টিভিতে কাজ করেছে। যিশুদাও এক বছর আগে টিভি করেছে। তাই ক্ষতি খুব একটা হবে না। আর তা ছাড়া টিভি করলে আমি আর্থিক দিক থেকেও ইন্ডিপেন্ডেন্ট হতে পারব। টাকার জন্য অনেক খারাপ ছবি আমাকে করতে হয়েছে। আমার ছেলে বড় হলে তার সঙ্গে সেই সিনেমাগুলো মনে হয় না আমি দেখতে পারব। সেখানে টিভি থেকে আসা অর্থ আমাকে ছবি নির্বাচনের ক্ষেত্রেও অনেক বিচক্ষণ করে তুলবে,” বলেন তিনি।

রাহুলের মতো অভিনেতাকে টিভিতে আবার ফিরিয়ে আনতে পেরে উচ্ছ্বসিত প্রযোজক শিবাজি পাঁজাও। “রাহুল ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর। প্রথম যখন ওকে অফার করি এই রোলটা, ও তিন-চার দিন সময় চায় আমার কাছে। ওকে আমি শুধু এটাই বোঝাই আজকের দিনে টিভি কত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। রাহুলের টেলিভিশনে

আসাটা নিঃসন্দেহে বড় খবর। ও টিভিতে এলে শুধু আমার সিরিয়াল নয়, গোটা টেলিভিশন ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে,” বলছেন প্রযোজক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement