Chirodini Tumi Je Amar

অভিনয়ে সুযোগের নামে চা বানানোর হুকুম! ‘চিরদিনই তুমি যে আমার’-এর সন্তুর সঙ্গে কী ঘটেছিল?

অভিনেতা তন্ময় মজুমদার এই মুহূর্ত অভিনয় করছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। কিন্তু তাঁর শুরুর দিনগুলো খুব একটা আনন্দের ছিল না। কী ঘটেছিল তাঁর সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২০:৫৪
Share:

দিতিপ্রিয়া রায়ের সঙ্গে একটি দৃশ্য়ে অভিনেতা তন্ময় মজুমদার। নিজস্ব চিত্র।

গল্পের শুরু থেকেই আর্য আর অপর্ণার মধ্যে তৃতীয় ব্যক্তির আনাগোনা। কখনও মাঝে এসেছে সন্তু, কখনও এসেছে হিন্দোল। এখন গল্পে অপর্ণা-সন্তুর বন্ধুত্ব নজর কেড়েছে দর্শকের। বাস্তবেও অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে অভিনেতা তন্ময় মজুমদারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। প্রায় ১৫ বছর ধরে টলিপাড়ায় জমি শক্ত করার লড়াই চালাচ্ছেন তন্ময়। শুরুর দিনগুলোয় কী ঘটেছিল তাঁর সঙ্গে?

Advertisement

সন্তু চরিত্রে তন্ময় মজুমদার। নিজস্ব চিত্র।

অভিনেত্রী আভেরি সিংহ রায় তন্ময়ের ভাল বন্ধু। টলিপাড়ায় নিজের জায়গা তৈরি করতে তাঁকে অনেকটাই সাহায্য করেছেন। কিন্তু শুরুর দিনগুলো একেবারেই সুখের ছিল না তন্ময়ের। অভিনেতা বলেন, “পার্শ্বচরিত্রকেও দর্শক এত ভালবাসা দেবে ভাবিনি। এখন খুব খুশি আমি। কিন্তু প্রথমে অনেক কিছুই সহ্য করতে হয়েছে।” এমনও দিন গিয়েছে তাঁর, অনেক অভিনেতা, অভিনেত্রীর খাবারও এনে দিতে হয়েছে।

তন্ময় বলেন, “তখন একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলাম আমি। বলা হয়েছিল অভিনয়ের সুযোগ দেওয়া হবে। কিন্তু তার পর কখনও চা তৈরি করে দিতে হত। কখনও অভিনেতাদের খাবার আনতে হত। এই কাজ করতে আমার আপত্তি নেই। কিন্তু যদি ধরে নেওয়া হয়, শুধুই চা তৈরি বা খাবার আনার জন্যই আছি তা হলে অসুবিধার।” তন্ময় জানিয়েছেন, যে সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন তা অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। যে ছবির কথা হয়েছিল সেটাও তৈরি হয়নি। আপাতত ‘সন্তু’ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি তন্ময়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement