চিত্রাঙ্গদার নতুন ইনিংস

বেশ কিছু দিন পর্দায় প্রায় অনুপস্থিত ছিলেন চিত্রাঙ্গদা সিংহ। এ বার বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও পা রাখলেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ০৮:০০
Share:

কেরিয়ারের শুরুতেই পেয়েছিলেন ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’র মতো ছবি। পরপর অনেক ছবি করা সত্ত্বেও মাঝখানে বেশ কিছু দিন পর্দায় প্রায় অনুপস্থিত ছিলেন চিত্রাঙ্গদা সিংহ। এ বার বড় পর্দার পাশাপাশি টেলিভিশন জগতেও পা রাখলেন তিনি। রিয়্যালিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার্স’-এর নতুন সিজনে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Advertisement

অভিনেত্রী বলেছেন, ‘‘টিভি একটা বড় অংশের দর্শকের সঙ্গে সংযুক্ত। এর আগে কোনও দিনও টিভিতে কাজ করিনি। তাই সুযোগটা পেয়ে মনে হল, এখন টিভিতে কাজ করাটা আমার পক্ষে ভালই হবে। নাচ আমার প্রিয়। এর সঙ্গে বাচ্চারা তো আছেই!’’ বাচ্চাদের রিয়্যালিটি শো নিয়ে বহু বিতর্ক উঠেছে। এ প্রসঙ্গে চিত্রাঙ্গদা বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সকলেরই বদলানো উচিত। আমাদের দেশে প্রতিযোগিতামূলক মনোভাব বরং তুলনায় কম। যদি ছোট বয়স থেকে প্রতিযোগিতা সম্পর্কে বাচ্চাদের সুন্দর ভাবে বোঝানো যায়, তা হলে আমার মনে হয় না কোনও ক্ষতি হয় বলে। আর এই ধরনের শোয়ে বাচ্চারা প্রতিভা দেখাতে পারে।’’

বড় পর্দায় চিত্রাঙ্গদার অনুপস্থিতির পিছনে অনেকে তাঁর ব্যক্তিগত সমস্যার কথা বলেন। জ্যোতি রনধবার সঙ্গে বিচ্ছেদ, ছেলে জোরাওয়ারের কাস্টডি পাওয়ার লড়াই... অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন তিনি। বললেন, ‘‘এখন ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাই। তাই আমরা ভাল বন্ধু। আমার হয়তো আরও কাজ করা উচিত ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনকে বেশি সময় দিয়েছি। পেশাদার জীবনে ব্যস্ত থাকলে হয়তো সেটা করতে পারতাম না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement