এ বার প্রকাশ্যে মুখ খুললেন পলাশ-স্মৃতির গায়েহলুদ ও সঙ্গীত অনুষ্ঠানের নৃত্যপ্রশিক্ষক গুলনাজ় খান। ছবি: সংগৃহীত।
পলাশ নাকি ঠকিয়েছেন স্মৃতি মন্ধানাকে! গোপন কথোপকথন প্রকাশ্যে আনেন মেরি ডি’কোস্টা নামের এক নৃত্যপ্রশিক্ষক। তার পর থেকে উঠে আসছে নিত্যনতুন নারীর নাম। এ বার প্রকাশ্যে এলেন পলাশ-স্মৃতির গায়েহলুদ ও সঙ্গীত অনুষ্ঠানের নৃত্যপ্রশিক্ষক গুলনাজ় খান। বিতর্ক উস্কে তিনি জানালেন, তাঁদের সম্মান বজায় রাখা উচিত।
পলাশের নাম জড়িয়েছে একাধিক নারীর সঙ্গে। সেই তালিকায় নতুন সংযোজন গুলনাজ়। তা ছাড়াও আরও এক নৃত্যপ্রশিক্ষকের কথা ঘুরেফিরে এসেছে। তিনি নন্দিকা দ্বিবেদী। এঁদের দু’জনকেই স্মৃতি ও পলাশের মেহেন্দির অনুষ্ঠানের ছবিতে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, এই নন্দিকার সঙ্গেই নাকি গোপনে সম্পর্ক রাখছিলেন পলাশ। তার পরেই উঠে আসে গুলনাজ়ের নাম। এর পরেই গুলনাজ়কে নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন পলাশ। গুলনাজ় বলেন, ‘‘আমরা সমাজমাধ্যমে দেখছি পলাশের ঘটনায় আমার ও নন্দিকার নাম জড়ানো হচ্ছে। তা হলে স্পষ্ট করে দিই, আমি বা নন্দিকা কেউই সেই মানুষটা নই। আমাদের সঙ্গে তাঁদের কয়েকটা ছবি আছে মানেই এই নয়, যে তাঁদের ব্যক্তিগত বিষয়ে আমাদের যোগ আছে। দয়া করে কোনও কিছু নিয়ে মতামত দেওয়ার আগে একটু সম্মান বজায় রাখার চেষ্টা করুন।’’
২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি ও পলাশের। কিন্তু থমকে যায় বিয়ে। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার মতো উপসর্গ ছিল স্মৃতির বাবার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিছুক্ষণ পরে পলাশও অসুস্থ হয়ে পড়েন। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সাঙ্গলীর হাসপাতাল থেকে তাঁকে মুম্বইয়ের হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায়, মানসিক চাপ থেকে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার পর থেকেই পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। এই মুহূর্তে তাঁদের বিয়ে স্থগিত। শেষ পর্যন্ত বিয়ে কি একেবারেই বাতিল হবে? আপাতত মুখে কুলুপ স্মৃতি ও পলাশের।