পলাশ ও স্মৃতির বিয়েতে ছিলেন নন্দিকা। ছবি: সংগৃহীত।
পলাশ মুচ্ছলের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছিলেন মেরি ডি’কোস্টা। তার পরেই পলাশের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগ ওঠে। এই খবরও ছড়ায়, বিয়ের আসরে নাকি উপস্থিত ছিলেন মেরি। এমনকি, তাঁর সঙ্গে পলাশকে চুম্বন করতেও দেখা যায়। যদিও মেরি জানিয়েছেন, পলাশের সঙ্গে তাঁর কোনওদিন সামনাসামনি দেখাই হয়নি। তাই তাঁর বিয়েতে থাকারও কোনও প্রশ্ন নেই। যাঁর সঙ্গে পলাশকে চুম্বন করতে দেখা গিয়েছে, তিনি অন্য কেউ। এর মধ্যেই উঠে এসেছে নন্দিকা দ্বিবেদী বলে আরও এক মহিলার নাম।
নন্দিকাও পেশায় নৃত্য প্রশিক্ষক। বিয়ের আসরে যে তিনি ছিলেন, সেই প্রমাণও মিলেছে। স্মৃতি ও পলাশের মেহেন্দি অনুষ্ঠানের ছবিতে তাঁকে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, এই নন্দিকার সঙ্গেই নাকি গোপনে সম্পর্ক রাখছিলেন পলাশ।
কে এই নন্দিকা? নন্দিকা পেশায় নৃত্যশিল্পী ও কোরিয়োগ্রাফার। মুম্বইয়ের বাসিন্দা তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক নন্দিকা। এর পরে গাজ়িয়াবাজের বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি। মেহেন্দি অনুষ্ঠানের ছবিতে তাঁকে পলাশের আশপাশেই দেখা গিয়েছে। নন্দিকার বেশ কয়েকটি মিউজ়িক ভিডিয়োর অংশ এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল। প্রশ্ন উঠছে, তা হলে কি এই নন্দিকাকেই চুম্বন করছিলেন পলাশ?
২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল পলাশ ও স্মৃতির। কিন্তু ক্রিকেটতারকার বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে থমকে যায়। পরে এক এক করে পলাশকে নিয়ে বিতর্কিত বিষয় উঠে আসে। তবে এগুলির সত্যতা এখনও প্রশ্নের মুখে। স্মৃতি বা পলাশ কেউই এখনও মুখ খোলেননি।