Pahalgam terror Attack

মুসলিম হিসেবে লজ্জিত মুনাওয়ার! পহেলগাঁও কাণ্ড নিয়ে মন্তব্য করেও কটাক্ষের শিকার বিতর্কিত শিল্পী

কৌতুকশিল্পী হিসেবে তাঁর বিরুদ্ধে একাধিক বার অভিযোগ উঠেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সংশোধনাগারেও ছিলেন মুনাওয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৩:২৮
Share:

মুনাওয়ার ফারুকি ফের বিতর্কে। ছবি: সংগৃহীত।

মুসলিম হিসাবে লজ্জিত। পহেলগাঁও ঘটনা দেখে এই মন্তব্য করেছেন সুরকার সেলিম মার্চেন্ট। এমনকি কোরানের সুরাহ-অল-বকরাহ থেকে উদ্ধৃতি দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলাম মোটেই এমন শিক্ষা দেয় না। সেলিমের সঙ্গে সহমত কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকিও।

Advertisement

সেলিম মার্চেন্টের ভিডিয়ো নিজের সমাজমাধ্যমে ভাগ করে মুনাওয়ার লিখেছেন, “সত্যি কথা! যারা এটা ঘটিয়েছে, তাদের খুঁজে খুঁজে ফাঁসি দেওয়া উচিত।” এর সঙ্গে আরও একটি পোস্ট করেছেন মুনাওয়ার। সেখানে তিনি লিখেছেন, “কেউ কারও মনে আঘাত করলেই ঈশ্বর তাকে ক্ষমা করেন না। সেখানে ওরা নিরীহ মানুষদের খুন করেছে। ক্ষমার প্রশ্নই ওঠে না। কিন্তু এ বারও হয়তো বিচার হবে না। শুধু রাজনীতিই হবে। আমাদের দেশে শোক পালন করা যেন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

মুনাওয়ারের এই পোস্ট দেখে তাঁর অনুরাগীদের দাবি,“এই হল আসল মুসলিম।” তবে নিন্দকেরও অভাব নেই। কৌতুকশিল্পী হিসেবে তাঁর বিরুদ্ধে একাধিক বার অভিযোগ উঠেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সংশোধনাগারেও ছিলেন মুনাওয়ার। তাই নিন্দকদের কটাক্ষ, “পহেলগাঁওতে যারা হত্যালীলা চালিয়েছে, তারা তো আপনাদেরই লোক।” তবে এই সব মন্তব্যে কান দেননি ‘বিগবস্‌’ খ্যাত মুনাওয়ার।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মুহূর্তে মৃত্যু উপত্যকায় পরিণত হয় ভূস্বর্গ কাশ্মীর। তার পর থেকেই গোটা দেশ ত্রস্ত। কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন পর্যটকেরা। কল্পনাও করেননি, জঙ্গিদের মুখোমুখি হতে হবে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। আহত অন্তত ৬০। প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement