Coronavirus

রাস্তা স্যানিটাইজ় করছেন নাইজেল

সরাসরি এ ভাবে রাস্তায় নেমে কাজ করাটা তো যথেষ্ট ঝুঁকিপূর্ণ।

Advertisement
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০০:৪৯
Share:

রাস্তায় নেমে

কেউ অর্থসাহায্য করছেন, কেউ আবার দুঃস্থ মানুষদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। কিন্তু এহেন সাহায্যে এগিয়ে আসতে দেখা গিয়েছে খুব কম জনকেই। বিধাননগর মিউনিসিপ্যালিটির বাজার চত্বর স্যানিটাইজ় করতে অভিনেতা নাইজেল আকারা নিজেই নেমেছেন রাস্তায়। নাইজেল বললেন, ‘‘আমার কোম্পানি ক’দিন আগেই কলকাতার কিছু অফিস স্যানিটাইজ় করার দায়িত্ব পেয়েছিল। কিন্তু লকডাউনের জন্য কাজটা আর এগোয়নি। এ দিকে আমার কাছে স্টক ছিল। তাই সেগুলো এখন সাধারণ মানুষের সাহায্যার্থে ব্যবহার করতে চাই। বাজার, সরকারি হাসপাতাল... যে সব জায়গায় সাধারণ মানুষের যাতায়াত বেশি, সে সব জায়গা স্যানিটাইজ় করার ইচ্ছে আছে। এর জন্য কথাও চলছে।’’

Advertisement

সরাসরি এ ভাবে রাস্তায় নেমে কাজ করাটা তো যথেষ্ট ঝুঁকিপূর্ণ। ‘‘ঠিক মতো সুরক্ষা নিয়েই বেরচ্ছি। কোম্পানির দু’-একজন ভলান্টিয়ারও বেরচ্ছে। এই সপ্তাহে যেমন দু’দিন বেরিয়েছি। পরের সপ্তাহে আরও কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে,’’ বললেন অভিনেতা। কিন্তু হাসপাতাল? সেখানে কি অভিনেতা নিজে সুরক্ষিত থাকতে পারবেন? নাইজেলের কথায়, ‘‘কিছু পিপিই-এর অর্ডার দিয়েছি। সেগুলি হাতে পেলেই হাসপাতাল স্যানিটাইজ় করার কাজ শুরু করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন