Coronavirus

দূরত্ব রেখেই হাতে হাত

‘ওয়ান ওয়র্ল্ড— টুগেদার অ্যাট হোম’ নামের এই ভার্চুয়াল ইভেন্টটির সহযোগিতায় রয়েছেন পপ তারকা লেডি গাগা।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০০:৪৭
Share:

প্রিয়ঙ্কা-লেডি গাগা

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত প্রায় গোটা বিশ্ব। সমাজের নানা স্তর থেকে আসছে সাহায্য। আর এই দুঃসময় দুনিয়াকেও শিখিয়েছে একতার বাণী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) রিলিফ ফান্ডের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন বলিউড-হলিউডের শিল্পীরা। ‘ওয়ান ওয়র্ল্ড— টুগেদার অ্যাট হোম’ নামের এই ভার্চুয়াল ইভেন্টটির সহযোগিতায় রয়েছেন পপ তারকা লেডি গাগা। চিকিৎসক, নার্স, মেডিক্যাল ইমার্জেন্সিতে নিযুক্ত সমস্ত মানুষদের সম্মানেই এই অনুষ্ঠান। গ্লোবাল সিটিজ়েনের সদস্য এবং ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর প্রিয়ঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জা‌নিয়েছেন। দিয়েছে‌ন সেই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের তালিকাও। প্রিয়ঙ্কা ছাড়া অনুষ্ঠানে থাকছেন শাহরুখ খান। এ ছাড়া দেখা যাবে গ্র্যামিজয়ী গায়ক বিলি এলিশ, পল ম্যাককার্টনি, স্টিভি ওয়ান্ডার, ক্রিস মারিন, ডেভিড বেকহ্যাম প্রমুখকে। করোনাভাইরাসে আক্রান্ত ইদ্রিস এলবাকেও দেখা যাবে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের লক্ষ্য ‘নো কনট্যাক্ট’। অর্থাৎ বাড়িতে থেকে, একে অপরের চাইতে দূরত্ব বজায় রাখাতেই যে বিপদ থেকে মুক্তি পাওয়ার পথ, তা দেখানোও উদ্দেশ্য এই গ্লোবাল ব্রডকাস্টের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন