Coronavirus

আরও এক ধাপ এগিয়ে বরুণ

শুধু তা-ই নয়, হাসপাতালের চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের খাওয়ানোর দায়িত্বও নিয়েছেন তিনি।

Advertisement
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ০০:১৬
Share:

বরুণ

নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে বরুণ ধওয়ন বেশ প্রথম দিকে ছিলেন, যিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ টাকা অর্থসাহায্য করেছিলেন। এ বার আরও এক ধাপ এগিয়ে গরিব ও দুঃস্থদের খাওয়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। বুধবার অভিনেতা তাঁর ইনস্টাগ্রামে এই খবর ঘোষণা করেন। পোস্টে বরুণ লিখেছেন, ‘‘এই দুর্দিনে গৃহহীন এবং আয় নেই যাঁদের, তাঁদের খাওয়ানোর দায়িত্ব নিয়েছি।’’

Advertisement

শুধু তা-ই নয়, হাসপাতালের চিকিৎসক এবং অন্য স্বাস্থ্যকর্মীদের খাওয়ানোর দায়িত্বও নিয়েছেন তিনি। একটি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করবেন বরুণ। অভিনেতা লিখেছেন, ‘‘এটি খুব ছোট একটি পদক্ষেপ। তবে এখন প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আগামী দিনেও আমি এ ভাবেই পাশে থাকব।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন