‘মেট গালা’-র তারকা ফ্যাশন

নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়ম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট’ প্রতি বছরই ‘মেট গালা’-র আয়োজন করে। আদতে বার্ষিক এই ফ্যাশন প্রদর্শনী ‘মেট বল’ নামেই বহুল পরিচিত। সম্প্রতি এই অনুষ্ঠানে কিম কার্দাসিয়ানের সাদা গাউন, জেসিকা পার্কারের মুকুট— রেড কার্পেটের গ্ল্যামার বাড়িয়েছিল কয়েক গুণ।

Advertisement
শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৮:৪৪
Share:

নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়ম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট’ প্রতি বছরই ‘মেট গালা’-র আয়োজন করে। আদতে বার্ষিক এই ফ্যাশন প্রদর্শনী ‘মেট বল’ নামেই বহুল পরিচিত। সম্প্রতি এই অনুষ্ঠানে কিম কার্দাসিয়ানের সাদা গাউন, জেসিকা পার্কারের মুকুট— রেড কার্পেটের গ্ল্যামার বাড়িয়েছিল কয়েক গুণ। হাজির ছিলেন ক্লুনি দম্পতি, জাস্টিন বিবার, জেনিফার লোপেজের মতো তারকারা। ছবি: এএফপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement