প্রচুর সাইকেল চালিয়ে বিকিনি বডি বানিয়েছি: আলিয়া

বিকিনিতে সেজে ওঠার জন্য কত নায়িকা কত কী-ই না করেন! কিন্তু, আলিয়া ভট্ট? স্রেফ সাইকেল চালিয়েই ‘শানদার’ বিকিনি কন্যা হিসেবে নাম কিনেছেন তিনি। সম্প্রতি এ কথা কবুল করেছেন খোদ নায়িকাই!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ১১:১৮
Share:

বিকিনিতে সেজে ওঠার জন্য কত নায়িকা কত কী-ই না করেন! কিন্তু, আলিয়া ভট্ট? স্রেফ সাইকেল চালিয়েই ‘শানদার’ বিকিনি কন্যা হিসেবে নাম কিনেছেন তিনি। সম্প্রতি এ কথা কবুল করেছেন খোদ নায়িকাই!

Advertisement

কিন্তু, জিমের পেশাদার প্রশিক্ষণ ছেড়ে সাইকেলে কেন মজলেন আলিয়া?

সে কথাও জানাচ্ছেন নায়িকা নিজেই। বলছেন, শুটিংটা যেখানে হয়েছিল, সেই সাগরতটের সৌন্দর্যই তাঁকে বাধ্য করেছিল।

Advertisement

দেখুন গ্যালারি:

বলিউড আর বিকিনি

“লোকেশনটা এত সুন্দর ছিল যে আমি রোজ সাইকেলে করে তার চারপাশে চক্কর কাটতাম! ওখানে যে হেতু আমার বিকিনি শুট করার কথা ছিল, তাই সাইকেল চালানোটা কাজে লেগে যায়! তা ছাড়া, সাগরতটের তাজা হাওয়ায় পরিশ্রম করার ইচ্ছেটাও বেড়ে যেত! মুম্বইতে তো আর এত তাজা হাওয়া পাওয়া যায় না”, জবানবন্দি আলিয়ার!

তবে, আলিয়া একাই নন, তাঁর সঙ্গে ওই সাগরতটে পাল্লা দিয়ে সাইকেল চালিয়েছেন শহিদ কপূর! এমনকী, শহিদ-আলিয়ার এই সাইকেল-সফরে যোগ দিয়েছিলেন শহিদের ছোট ভাই ঈশানও! “যখনই সময় পেতাম, আমরা তিন জন বেরিয়ে পড়তাম সাইকেল নিয়ে”, বলছেন আলিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন