এ বার অভিনবের নিশানায় আমির। ছবি: সংগৃহীত।
সলমন খান দিয়ে শুরু, তার পর শাহরুখ খান হয়ে এ বার নিশানায় আমির খান। বলিউডের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশের ধারা অব্যাহত রেখে ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপ এ বার বিঁধলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’কে। তাঁর কথায় আমির অন্যদের নিজের ইচ্ছেমতো চালানোর চেষ্টা করেন, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান। কেমন অভিজ্ঞতা ছিল পরিচালকের?
আমিরের সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছিলেন অভিনব। পরিচালকের কথায়, বলিউড আমিরকে ‘পারফেকশনিস্ট’ হিসাবে দেখলেও, ওঁর সঙ্গে কাজ করা খুব একটা সহজ নয়। পরিচালক বলেন, “উনি সবচেয়ে ধূর্ত শিয়াল। উচ্চতায় সলমনের থেকে কম, কিন্তু অন্যকে সারা ক্ষণ নিজের কথায় নিয়ন্ত্রণ করতে চান। আর সবচেয়ে সেয়ানা চোরও। ২-৩টে বিজ্ঞাপন তৈরি করেছি আমিরকে নিয়ে। প্রচণ্ড খুঁতখুঁতে। ওঁর সঙ্গে কাজ করা ভীষণ পরিশ্রমের। পুরো শুষে নেন। সম্পাদনা, পরিচালনা— সব কিছুতে নাক গলান। সবটা নিজের মুঠোয় রাখতে চান।” পরিচালকের কথায়, আমিরের এত প্রবল নাক গলানোর স্বভাবের জন্যই নাকি বাকি কেউ স্বাধীন ভাবে নিজেদের সেরাটা দিতে পারেন না।
অভিনবের কথায়, আমির মোটেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পাওয়ার যোগ্য নন। তিনি বলেন “এত দিন ধরে কাজ করে, আমি দেখেছি আমির যদি কোনও দৃশ্যের ২৫টা ‘টেক’ দেন, তা হলে প্রথম ও শেষ ‘টেক’টা প্রায়ই একই থাকে। প্রতিটা ‘টেক’ দেখে নিজেই বলেন, ‘আরও এক বার করি’, কিন্তু অবশেষে নতুন কিছুই পাওয়া যায় না।” তাঁর মতে, আমিরের অগুনতি ‘রি-টেক’ নেওয়ার অভ্যাসই মানুষের মনে তাঁর ‘পারফেক্ট’ হওয়ার ভ্রান্ত ধারণা তৈরি করেছে।