শাহরুখ প্রসঙ্গে ফের বিস্ফোরক অভিনব। ছবি: সংগৃহীত।
একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপ। নিশানায় কখনও সলমন খান, কখনও শাহরুখ খান। কিছু দিন আগেই তিনি মন্তব্য করেন, এই দেশে শাহরুখের থাকার কোনও মানে নেই। পরিচালকের দাবি, শাহরুখের দুবাই চলে যাওয়া উচিত। এ বার ফের কিং খানকে নিয়ে মন্তব্য করলেন অভিনব।
দিনকয়েক আগে পরিচালক মন্তব্য করেছিলেন, শাহরুখ সমাজ থেকে শুধু নিয়েই চলেন। বদলে সমাজে নাকি তিনি কিছুই ফিরিয়ে দিতে পারেন না। এ বার আরও এক সাক্ষাৎকারে নিজের পুরনো মন্তব্যের মানে স্পষ্ট করলেন। শাহরুখকে নাকি সরাসরি আক্রমণ করতে তিনি চাননি। তাঁর বক্তব্য, “দেখুন, বলিউডে এমন একটা বিশেষ চিন্তাধারা রয়েছে, যেটার প্রতি আমার কোনও বিশ্বাস নেই। সেটা হল, সিনেমা নাকি নায়ক তৈরি করেন। সিনেমা ভাল হলে নায়কের কৃতিত্ব আর অসফল হলেই সেটা পরিচালকের দোষ। এই ভাবনাকে নস্যাৎ করা খুব জরুরি। একে আমি বলি ‘জিহাদি মানসিকতা’।”
পরিচালকের কথায়, তিনি আমির খানের সঙ্গে কাজ করেছেন। শাহরুখের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানান। পরিচালকের দাবি, “ওঁদের তিনজনের একই রকমের চিন্তাধারা। সলমন একটা গুন্ডা, মানুষকে উত্যক্ত করেন। শাহরুখ সেটা করেন না। শাহরুখ লোকের আইডিয়া চুরি করেন। যে সিনেমার কথা আমি বলেছিলাম সেটা হয়নি। কারণ, শাহরুখ ‘রেড চিলিজ়’-এর অধীনে বানাতে চেয়েছিলেন, যাতে পুরোটা নিজের নিয়ন্ত্রণে থাকে। আমি চেয়েছিলাম উনি অভিনেতা হিসাবে আসুন, নিজের পারিশ্রমিক নিন এবং শান্ত ভাবে অভিনয় করে চলে যান। উনি অন্তত অসভ্যতা করেন না। হুমকি দিয়ে কাজ করেন না।”
অতীতে নাকি সলমনের সঙ্গে অভিনবের ঝামেলার মধ্যস্থতা করার চেষ্টাও করেছিলেন শাহরুখ। পরিচালক বলেন, “শাহরুখ অনেক চেষ্টা করেছিলেন আমার আর সলমনের ঝামেলা মেটানোর। এক দিক থেকে দেখতে গেলে, সেলিম খান ওঁর গুরু। অনেক বার আমাকে জিজ্ঞেস করেছেন যে কী সমস্যা, কিছু কথা বলতে হবে কি না। কিন্তু, ওঁকে আমি এ সবের থেকে দূরে রেখেছি। সেটাই থাকুন।”
এখানেই থামেননি। অভিনবের দাবি, শাহরুখের পরিবারের সম্মান রক্ষার খাতিরে চুপ করে আছেন তিনি। ‘বেশরম’ পরিচালক বলেন, “আমি ওঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু আমি ওঁর পরিবার ভাঙার কারণ হতে চাই না। পারিবারিক মানুষ, থাকতে দিন। আমি আশা করব নিজের ভুল সংশোধন করে আবার সেই দিল্লি থেকে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বইয়ে আসা শাহরুখ হয়ে উঠবেন।”