সাইড ভলিতে ইয়ামালের গোলের সেই মুহূর্ত। ছবি: রয়টার্স।
২৪ ঘণ্টার মধ্যেই রিয়াল মাদ্রিদকে টপকে আবার লা লিগার শীর্ষে উঠল বার্সেলোনা। ৩-০ গোলে রিয়াল ওভিয়েডোকে হারিয়েছে তারা। সাইড ভলিতে গোল করেছেন লামিন ইয়ামাল।
শনিবার ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছিল রিয়াল। রবিবার দুর্বল ওভিয়েডোর বিরুদ্ধে বার্সার জিততে যে কোনও সমস্যা হবে না, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। পয়েন্ট তালিকায় সকলের নীচে রয়েছে ওভিয়েডো। চলতি মরসুমে মাত্র দু’টি ম্যাচ জিতেছে তারা। ফলে তাদের পক্ষে বার্সাকে আটকানো কঠিন ছিল।
তা-ও প্রথমার্ধে বার্সাকে গোল করতে দেয়নি ওভিয়েডো। মরিয়া আক্রমণ করছিল তারা। দ্বিতীয়ার্ধে বার্সাকে আটকাতে পারেনি তারা। ইয়ামাল ও রাফিনহার কাছ থেকে বক্সে বল পান ড্যানি অলমো। ৫২ মিনিটের মাথায় গোল করতে ভুল করেননি তিনি। পাঁচ মিনিট পর গোল করেন রাফিনহা।
তবে বার্সার হয়ে তৃতীয় গোলে নজর কাড়েন ইয়ামাল। অলমোর ক্রসে সাইড ভলিতে গোল করেন তিনি। ঘাড়ের কাছে ডিফেন্ডার ছিল। তার পরেও ইয়ামালের বাঁ পায়ের শট আটকানো যায়নি। বার্সার বিরুদ্ধে গোল করার তেমন সুযোগই পায়নি ওভিয়েডো। ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সা।
এই মুহূর্তে ২১ ম্যাচে ৫২ পয়েন্ট বার্সার। খুব পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। অর্থাৎ, একটি ভুল বার্সাকে নামিয়ে দিতে পারে দ্বিতীয় স্থানে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে স্পেনের দুই সেরা ক্লাবের।