Entertainment News

বক্স অফিসে রেকর্ডের পাহাড়ে ‘দঙ্গল’

রেকর্ডের পাহাড়ে বসে রয়েছে ‘দঙ্গল’। আমিরি চালে বক্স অফিসে ৩৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড। যদিও ওয়ার্ল্ডওয়াইড হিসেবে ‘দঙ্গল’ দু’নম্বরে। হেরে গিয়েছে আমির খানেরই ‘পিকে’র কাছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ১৩:৫৭
Share:

‘দঙ্গল’-এর একটি দৃশ্যে আমির খান ও ফতিমা সানা শেখ।

রেকর্ডের পাহাড়ে বসে রয়েছে ‘দঙ্গল’। আমিরি চালে বক্স অফিসে ৩৭৫ কোটি টাকা আয় করেছে ছবিটি। যা ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড। যদিও ওয়ার্ল্ডওয়াইড হিসেবে ‘দঙ্গল’ দু’নম্বরে। হেরে গিয়েছে আমির খানেরই ‘পিকে’র কাছে। এখনও পর্যন্ত বিশ্বব্যাপী ‘দঙ্গল’-এর আয় ৭২১ কোটি টাকার কিছু বেশি। যেখানে ‘পিকে’ আয় করেছিল ৭৯২ কোটি টাকা।

Advertisement

আরও পড়ুন, বিয়ের পর রিয়ালিটি শো-তে ফুলশয্যাও করলেন এই নায়িকা!

অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য, ক্যামেরা, এডিটিং— সব বিভাগেই লেটার মার্কস পেয়েছে ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর সিংহ ফোগতের লড়াইকে পর্দায় জীবন্ত করে তুলেছেন আমির খান। দেশে-বিদেশে সিনেপ্রেমীদের প্রশংসায় ভরেছে প্রাপ্তির ঝুলি। বলি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, নিজেই নিজের বেঞ্চমার্ক তৈরি করেন আমির খান। যে রেকর্ড তিনি তৈরি করলেন তা ভাঙতে হবে তাঁকেই। ২০১৭-তে ‘সিক্রেট সুপারস্টার’-এ দেখা যাবে ইন্ডাস্ট্রির ‘মিস্টার প্যাশনেট’কে। আপাতত তার অপেক্ষাতেই দিন গুণছেন সিনেপ্রেমীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement