হলিউড ছাড়া বাকি বিদেশি ছবি হিসাবে চিনে সবচেয়ে বেশি ব্যবসার রেকর্ড করল দঙ্গল

এক দেশে বাহুবলী, অন্য দেশে দঙ্গল। দুই ছবির বিজয় রথ যেন থামতেই চাইছে না। কুস্তির ময়দান থেকে বক্স অফিস— এখনও লড়াই জিইয়ে রেখেছেন আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মলহোত্ররা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৭ ১২:১৫
Share:

এক দেশে বাহুবলী, অন্য দেশে দঙ্গল। দুই ছবির বিজয় রথ যেন থামতেই চাইছে না। কুস্তির ময়দান থেকে বক্স অফিস— এখনও লড়াই জিইয়ে রেখেছেন আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা শেখ, সানিয়া মলহোত্ররা।

Advertisement

চিনে এখনও পর্যন্ত দঙ্গলের সংগ্রহে ৫৪৪.৯১ কোটি টাকা। তাও মাত্র তিন সপ্তাহে। হলিউডি ছবি ছাড়া এই প্রথম কোনও বিদেশি ছবি চিনে এই পরিমাণ ব্যবসা করল। সমালোচকদের মতে, খুব শীঘ্রই বাহুবলী ২-কে ছুঁতে চলেছে দঙ্গল।

ইতিমধ্যেই মোট ১৩০৮.৯১ কোটির ব্যবসা করেছে দঙ্গল। ভারতের বাজার থেকে এখনও পর্যন্ত ৭৪৪ কোটি পকেটে পুরেছে এই ছবি। তাইওয়ানে দঙ্গলের সংগ্রহে ২০ কোটি।

Advertisement

কিছুদিন আগেই চিনা বক্স অফিসের তরফে একটি টুইটে জানানো হয়েছিল, এর আগে হলিউডি ছবি ছাড়া সর্বোচ্চ ব্যবসা করেছিল জাপানি ছবি ‘ইওর নেম’। চিনের বাজার থেকে সেই ছবি সংগ্রহ করেছিল ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩৯ কোটি ৯ লক্ষ। ৫৪৪.৯১ কোটির ব্যবসা করে সম্প্রতি সেটিকেও ছাড়িয়ে গিয়েছে দঙ্গল।

আরও পড়ুন: জানেন হিন্দি ‘বাহুবলী ২’-এর নেপথ্যে কাদের কন্ঠস্বর রয়েছে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement