Entertainment News

বক্স অফিসের নিরিখে নতুন মাইলস্টোন ‘দঙ্গল’-এর

চিনে ‘দঙ্গল’ এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, সে দেশের রাষ্ট্রপতি জি জিনপিঙ্গ ছবিটি দেখেন। পরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবিটি নিয়ে আলোচনাও করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৭ ১৯:৩০
Share:

‘দঙ্গল’-এর একটি দৃশ্যে আমির খান। ছবি: ইউটিউবের সৌজন্যে।

ভারতে বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল আমার খানের ‘দঙ্গল’। চিনেও এক হাজার কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। এ বার নতুন একটি মাইলস্টোন। ফোবর্সের রিপোর্ট অনুযায়ী, ইংরেজি ছাড়া বিশ্বের অন্যান্য ভাষার সিনেমায় আয়ের নিরিখে ‘দঙ্গল’ রয়েছে পঞ্চম স্থানে।

Advertisement

• এই তালিকার প্রথমে রয়েছে ২০১৬-এ মুক্তিপ্রাপ্ত চিনা ছবি ‘দ্য মারমেড’। যার আয় ছিল ৫৫ কোটি ৩০ লক্ষ টাকা।

• দ্বিতীয় স্থানে ২০১২-এ মুক্তি পাওয়া ফরাসি ছবি ‘দ্য ইনটাচেবেলস২। ৪২ কোটি ৭০ লক্ষ টাকা।

Advertisement

• ২০১৫। মুক্তি পেয়েছিল চিনা ছবি ‘মনস্টার হান্ট’। ৩৮ কোটি ৬০ লক্ষ টাকা আয় করে এই তালিকায় ছবিটি রয়েছে তৃতীয় স্থানে।

• জাপানি ছবি ‘ইয়োর নেম’ আয় করেছিল ৩৫ কোটি চার লক্ষ টাকা। ২০১৬-এ মুক্তি পাওয়া ছবিটি রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

• এখনও পর্যন্ত ৩০ কোটি এক লক্ষ টাকা আয় করে ‘দঙ্গল’ তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

আরও পড়ুন, প্রকাশ্যে এল রানির মেয়ে আদিরার ছবি

চিনে ‘দঙ্গল’ এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, সে দেশের রাষ্ট্রপতি জি জিনপিঙ্গ ছবিটি দেখেন। পরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবিটি নিয়ে আলোচনাও করেন তিনি।

স্বভাবতই এই সাফল্যে অভিভূত আমির খান। সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘‘আমি সবসময়ই বিশ্বাস করেছি, ক্রিয়েটিভ কিছুর ক্ষেত্রে ভাষা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না। চিনে দঙ্গলের সাফল্য সেটাই প্রমাণ করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement