Nickelodeon

‘উল্টে দিয়েছেন ফ্রিজ, তুমুল ভাঙচুর হোটেলে’, গৃহহারা অভিনেতার পাশে দাঁড়িয়ে কী অবস্থা বন্ধুর?

ড্যানিয়েল বিষয়টি নিয়ে বিরক্ত। সমাজমাধ্যমে জানিয়েছেন, হোটেলের ঘরে সমস্ত কিছু ওলটপালট করে দিয়েছেন টাইলর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১২:৪২
Share:

টাইলর এক সময়ে আমেরিকার ছোটপর্দার চেনা মুখ ছিলেন। ছবি: সংগৃহীত।

শৈশবে হলিউডের ছোটপর্দার জনপ্রিয় সিরিজ় ‘নিকলোডিয়ান’-এ অভিনয় করতেন টাইলর চেজ়। কিন্তু আজ সেই অভিনেতা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। গৃহহারা তিনি। পোশাকআশাক ও চেহারায়ও রয়েছে সেই ছাপ। সমাজমাধ্যমে টাইলরের এমন বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তার পরেই ওই একই সিরিজ়ের আর এক অভিনেতা ড্যানিয়েল কার্টিস লি সাহায্যের হাত বাড়িয়ে দেন। শৈশবের সহ-অভিনেতাকে উদ্ধার করে নিয়ে যান একটি হোটেলে। কিন্তু সেই হোটেলে নাকি ভাঙচুর চালিয়েছেন টাইলর।

Advertisement

ড্যানিয়েল বিষয়টি নিয়ে বেশ বিরক্ত। সমাজমাধ্যমে জানিয়েছেন, হোটেলের ঘরে সমস্ত কিছু ওলটপালট করে দিয়েছেন টাইলর। ড্যানিয়েল একটি ভিডিয়োর মাধ্যমে বলেছেন, “আমরা ওকে একটি হোটেলের ঘরে রেখেছি। আর সেই রাতেই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে আমার কাছে ফোন আসে। তাঁরা খুবই বিরক্ত। ঘরের দরজা খুলে রাখা হয়েছে। শৌচালয়ে বাথটাবের মধ্যে পড়ে রয়েছে মাইক্রোওয়েভ। ফ্রিজটাকেও উল্টে দিয়েছে। আমি সত্যিই ভেঙে পড়েছি।”

টাইলর মানসিক ভাবে সুস্থ নন বলে জানান ড্যানিয়েল। এই অবস্থায় মানসিক স্বাস্থ্য নিয়ে শৈশবের বন্ধুকে সাহায্য করতে চান তিনি। তাই টাইলরের চিকিৎসা করাতে উদ্যত হচ্ছেন তিনি। তিনি বলেছেন, “আমি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। প্রয়োজনে টাইলরকে রিহ্যাবে নিয়ে যেতে হবে। আর যা যা করা উচিত করব।” ভিডিয়োতে দেখা যায়, আবেগপ্রবণ হয়ে টাইলরকে আলিঙ্গন করছেন ড্যানিয়েল।

Advertisement

২০০৪ সালের টেলিভিশন সিরিজ়ে একসঙ্গে অভিনয় করতেন টাইলর ও ড্যানিয়েল। তখন দু’জনেই শিশুশিল্পী। তবে দু’জনেই ছিলেন পরিচিত মুখ। এত বছর পরে শৈশবের বন্ধুকে এই ভাবে দেখবেন, ভাবেননি ড্যানিয়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement